গুগল ফটোস মুখ শনাক্ত করে প্রিয়জনের ছবি খুঁজে দেবে

গুগলের অন্যতম জনপ্রিয় অ্যাপ হচ্ছে গুগল ফটোস। ব্যবহারকারীদের নিরাপত্তা এবং ব্যবহারের অভিজ্ঞতা ভালো করতে গুগল নতুন ফিচার যুক্ত করছে। এবার গুগল ফটোস অ্যাপে যুক্ত হয়েছে নতুন একটি স্মার্ট ফিচার, যার মাধ্যমে ব্যবহারকারীরা এখন আরও সহজে নির্দিষ্ট ব্যক্তির ছবি খুঁজে পেতে পারবেন। ডিফল্টভাবে এই ফিচারটি ব্যবহারকারীর লাইব্রেরিতে যেসব মুখ সবচেয়ে বেশি দেখা যায়, সেগুলোকে অগ্রাধিকার দিয়ে প্রদর্শন করবে। নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা থ্রি-ডট মেনুতে ট্যাপ করে ‘ পিপুল অ্যান্ড পেটস’ পেজে প্রবেশ করতে পারবেন। সেখানে গুগল ফটোসের মাধ্যমে শনাক্ত করা সব ব্যক্তি ও পোষা প্রাণীর মুখ একসঙ্গে তালিকাভুক্তভাবে দেখা যাবে। তবে এই সুবিধা ব্যবহার করতে হলে গুগল ফটোসের ফেস গ্রুপস ফিচারটি চালু থাকতে হবে। এই ফিচারটি একই ব্যক্তির বিভিন্ন ছবি স্বয়ংক্রিয়ভাবে একত্রে গ্রুপ করে রাখে, ফলে নির্দিষ্ট কোনো ব্যক্তির সব ছবি খুঁজে পাওয়া আরও সহজ হয়। নতুন এই ফিচারটি এরই মধ্যে ধাপে ধাপে ব্যবহারকারীদের জন্য রোলআউট শুরু করেছে গুগল। গুগল পিক্সেল ১০ প্রো ডিভাইসে ফটোস অ্যাপের ৭.৫৭.৮৪৩ সংস্করণে ফিচারটি কার্যকর অবস্থায় দেখা গেছে। তবে যেসব ব্য

গুগল ফটোস মুখ শনাক্ত করে প্রিয়জনের ছবি খুঁজে দেবে

গুগলের অন্যতম জনপ্রিয় অ্যাপ হচ্ছে গুগল ফটোস। ব্যবহারকারীদের নিরাপত্তা এবং ব্যবহারের অভিজ্ঞতা ভালো করতে গুগল নতুন ফিচার যুক্ত করছে। এবার গুগল ফটোস অ্যাপে যুক্ত হয়েছে নতুন একটি স্মার্ট ফিচার, যার মাধ্যমে ব্যবহারকারীরা এখন আরও সহজে নির্দিষ্ট ব্যক্তির ছবি খুঁজে পেতে পারবেন।

ডিফল্টভাবে এই ফিচারটি ব্যবহারকারীর লাইব্রেরিতে যেসব মুখ সবচেয়ে বেশি দেখা যায়, সেগুলোকে অগ্রাধিকার দিয়ে প্রদর্শন করবে। নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা থ্রি-ডট মেনুতে ট্যাপ করে ‘ পিপুল অ্যান্ড পেটস’ পেজে প্রবেশ করতে পারবেন। সেখানে গুগল ফটোসের মাধ্যমে শনাক্ত করা সব ব্যক্তি ও পোষা প্রাণীর মুখ একসঙ্গে তালিকাভুক্তভাবে দেখা যাবে।

তবে এই সুবিধা ব্যবহার করতে হলে গুগল ফটোসের ফেস গ্রুপস ফিচারটি চালু থাকতে হবে। এই ফিচারটি একই ব্যক্তির বিভিন্ন ছবি স্বয়ংক্রিয়ভাবে একত্রে গ্রুপ করে রাখে, ফলে নির্দিষ্ট কোনো ব্যক্তির সব ছবি খুঁজে পাওয়া আরও সহজ হয়।

নতুন এই ফিচারটি এরই মধ্যে ধাপে ধাপে ব্যবহারকারীদের জন্য রোলআউট শুরু করেছে গুগল। গুগল পিক্সেল ১০ প্রো ডিভাইসে ফটোস অ্যাপের ৭.৫৭.৮৪৩ সংস্করণে ফিচারটি কার্যকর অবস্থায় দেখা গেছে।

তবে যেসব ব্যবহারকারীরা এখনো এই ফিচারটি পাচ্ছেন না, তাদের গুগল প্লে স্টোর থেকে গুগল ফটোস অ্যাপটি সর্বশেষ সংস্করণে আপডেট করার পরামর্শ দিয়েছে গুগল।

আসুন দেখে নেওয়া যাক কীভাবে গুগল ফটোসের ফেস গ্রুপস ফিচারটি চালু করবেন-
>> প্রথমে ব্যবহারকারীদের গুগল ফটোস অ্যাপ ওপেন করুন
>> এবার সেটিংসে যান
>> সেখান থেকে প্রাইভেসি অপশনটি ক্লিক করুন
>> এবার এখান থেকে ফেস গ্রুপস পাবেন, এর টগল অন করে দিন।

আরও পড়ুন
বন্ধ রাখুন ৩ সেটিংস, ব্যক্তিগত তথ্য জানবে না গুগল-ফেসবুক
জি-মেইলের বাল্ক মেইল পরিষ্কারের সহজ উপায়

সূত্র ইয়াহু টেক

শাহজালাল/কেএসকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow