গুরুতর অপরাধে চার ক্রিকেটার নিষিদ্ধ

চলতি বছর সৈয়দ মুশতাক আলী ট্রফিতে দুর্নীতিতে সম্পৃক্ত থাকার অভিযোগে চার ক্রিকেটারকে নিষিদ্ধ করেছে আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন (এসিএ)। নিষিদ্ধ হওয়া চার ক্রিকেটার হলেন অমিত সিনহা, ইশান আহমেদ, আমান ত্রিপাঠী ও অভিষেক ঠাকুরী। শুক্রবার (১২ ডিসেম্বর) এই চার ক্রিকেটারের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। সূত্রের খবর, ২০২৫ সালের সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে লখনউয়ে অনুষ্ঠিত ম্যাচ চলাকালীন বর্তমান আসাম দলের কয়েকজন খেলোয়াড়কে প্রভাবিত ও দুর্নীতিতে জড়ানোর চেষ্টা করার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। অভিযোগ সামনে আসার পর বিসিসিআইয়ের অ্যান্টি-করাপশন অ্যান্ড সিকিউরিটি ইউনিট (এসিএসইউ) বিষয়টি তদন্ত করে। পাশাপাশি আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশনও ফৌজদারি কার্যক্রম শুরু করেছে। এক বিবৃতিতে এসিএ জানায়, ‘প্রাথমিকভাবে চার ক্রিকেটারের বিরুদ্ধে গুরুতর অসদাচরণের প্রমাণ মিলেছে, যা ক্রিকেটের সততা ও স্বচ্ছতাকে প্রশ্নের মুখে ফেলেছে। পরিস্থিতির আরো অবনতি ঠেকাতেই এই সিদ্ধান্ত।’ নিষেধাজ্ঞা থাকাকালে এই চার ক্রিকেটার কোনো প্রাদেশিক পর্যায়ের টুর্নামেন্ট কিংবা এসিএর ম্যাচে অংশ নিতে পারবেন না। এমনকি ক্রিকেট সংশ্লিষ্ট কোনো কার্যক্

গুরুতর অপরাধে চার ক্রিকেটার নিষিদ্ধ
চলতি বছর সৈয়দ মুশতাক আলী ট্রফিতে দুর্নীতিতে সম্পৃক্ত থাকার অভিযোগে চার ক্রিকেটারকে নিষিদ্ধ করেছে আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন (এসিএ)। নিষিদ্ধ হওয়া চার ক্রিকেটার হলেন অমিত সিনহা, ইশান আহমেদ, আমান ত্রিপাঠী ও অভিষেক ঠাকুরী। শুক্রবার (১২ ডিসেম্বর) এই চার ক্রিকেটারের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। সূত্রের খবর, ২০২৫ সালের সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে লখনউয়ে অনুষ্ঠিত ম্যাচ চলাকালীন বর্তমান আসাম দলের কয়েকজন খেলোয়াড়কে প্রভাবিত ও দুর্নীতিতে জড়ানোর চেষ্টা করার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। অভিযোগ সামনে আসার পর বিসিসিআইয়ের অ্যান্টি-করাপশন অ্যান্ড সিকিউরিটি ইউনিট (এসিএসইউ) বিষয়টি তদন্ত করে। পাশাপাশি আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশনও ফৌজদারি কার্যক্রম শুরু করেছে। এক বিবৃতিতে এসিএ জানায়, ‘প্রাথমিকভাবে চার ক্রিকেটারের বিরুদ্ধে গুরুতর অসদাচরণের প্রমাণ মিলেছে, যা ক্রিকেটের সততা ও স্বচ্ছতাকে প্রশ্নের মুখে ফেলেছে। পরিস্থিতির আরো অবনতি ঠেকাতেই এই সিদ্ধান্ত।’ নিষেধাজ্ঞা থাকাকালে এই চার ক্রিকেটার কোনো প্রাদেশিক পর্যায়ের টুর্নামেন্ট কিংবা এসিএর ম্যাচে অংশ নিতে পারবেন না। এমনকি ক্রিকেট সংশ্লিষ্ট কোনো কার্যক্রম যেমন ম্যাচ রেফারিং, কোচিং, আম্পায়ারিংয়েও নিষিদ্ধ তারা। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow