গুলিবিদ্ধ বিএনপি নেতা হাসান মোল্লা মারা গেছেন

ঢাকা কেরানীগঞ্জের হজরতপুর ইউনিয়নের জগন্নাথপুর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আহত বিএনপি নেতা হাসান মোল্লা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (২৪ জানুয়ারি) বিকেল আনুমানিক ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।  নিহত হাসান মোল্লা (৫০) হজরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। নিহতের স্ত্রীর বড় ভাই ও কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সহসভাপতি নাজিম উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।  তিনি বলেন, বিকেল ৩টার দিকে আমার ছোট বোনের স্বামী ও হজরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। অতিরিক্ত পুলিশ সুপার কেরানীগঞ্জ সার্কেল জাহাঙ্গীর আলম কালবেলাকে বলেন, এখনো পর্যন্ত ভিকটিমের পরিবার থানায় মামলা করতে আসেনি। তারা মামলা করলে পরবর্তী কার্যক্রম নেওয়া হবে। এর আগে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে কেরানীগঞ্জের জগন্নাথপুর এলাকায় ৯ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ের কাছে হাঁটার সময় মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা তাকে গুলি করে।  প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা খুব কাছ থেকে তিন থেকে চার রাউন্ড গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল

গুলিবিদ্ধ বিএনপি নেতা হাসান মোল্লা মারা গেছেন
ঢাকা কেরানীগঞ্জের হজরতপুর ইউনিয়নের জগন্নাথপুর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আহত বিএনপি নেতা হাসান মোল্লা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (২৪ জানুয়ারি) বিকেল আনুমানিক ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।  নিহত হাসান মোল্লা (৫০) হজরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। নিহতের স্ত্রীর বড় ভাই ও কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সহসভাপতি নাজিম উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।  তিনি বলেন, বিকেল ৩টার দিকে আমার ছোট বোনের স্বামী ও হজরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। অতিরিক্ত পুলিশ সুপার কেরানীগঞ্জ সার্কেল জাহাঙ্গীর আলম কালবেলাকে বলেন, এখনো পর্যন্ত ভিকটিমের পরিবার থানায় মামলা করতে আসেনি। তারা মামলা করলে পরবর্তী কার্যক্রম নেওয়া হবে। এর আগে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে কেরানীগঞ্জের জগন্নাথপুর এলাকায় ৯ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ের কাছে হাঁটার সময় মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা তাকে গুলি করে।  প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা খুব কাছ থেকে তিন থেকে চার রাউন্ড গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। গুলিবিদ্ধ হয়ে হাসান মোল্লা গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেলে মারা যান তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow