গুলিবিদ্ধ সেই এনসিপি নেতার বান্ধবী তন্বী আটক

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠন শ্রমিকশক্তির কেন্দ্রীয় সংগঠক ও বিভাগীয় কমিটির আহ্বায়ক মোতালেব শিকদারকে গুলির ঘটনায় যুবশক্তির নেত্রী মোসা. তনিমা ওরফে তন্বীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২২ ডিসেম্বর) রাতে নগরীর সদর থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের পরিদর্শক তৈমুর ইসলাম। এর আগে সোমবার সকাল ১১টার দিকে খুলনা নগরীর গাজী মেডিকেল কলেজ হাসপাতালের পাশে আল-আকসা মসজিদ সড়কের ‘মুক্তা হাউজ’ নামের একটি ভবনে গুলিবিদ্ধ হন মোতালেব শিকদার। পুলিশ জানায়, গত ১ নভেম্বর ওই ভবনের একটি কক্ষ ভাড়া নেন তনিমা ওরফে তন্বী। সেই ভাড়া কক্ষেই গুলির ঘটনাটি ঘটে। খুলনা মহানগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম জানান, রোববার রাত থেকে মোতালেব শিকদার ওই কক্ষে অবস্থান করছিলেন। সোমবার সকাল ১১টার আগ মুহূর্তে গুলিবিদ্ধ হওয়ার পর তিনি বাসা থেকে বের হন। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, পরিচিত ব্যক্তিদের দ্বারাই তিনি গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনার পর থেকেই তনিমা পলাতক ছিলেন। পুলিশ ওই কক্ষ থেকে একটি পিস্তলের গুলির খোসা, পাঁচটি বিদেশি মদের বোতল, ই

গুলিবিদ্ধ সেই এনসিপি নেতার বান্ধবী তন্বী আটক

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠন শ্রমিকশক্তির কেন্দ্রীয় সংগঠক ও বিভাগীয় কমিটির আহ্বায়ক মোতালেব শিকদারকে গুলির ঘটনায় যুবশক্তির নেত্রী মোসা. তনিমা ওরফে তন্বীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২২ ডিসেম্বর) রাতে নগরীর সদর থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের পরিদর্শক তৈমুর ইসলাম।

এর আগে সোমবার সকাল ১১টার দিকে খুলনা নগরীর গাজী মেডিকেল কলেজ হাসপাতালের পাশে আল-আকসা মসজিদ সড়কের ‘মুক্তা হাউজ’ নামের একটি ভবনে গুলিবিদ্ধ হন মোতালেব শিকদার। পুলিশ জানায়, গত ১ নভেম্বর ওই ভবনের একটি কক্ষ ভাড়া নেন তনিমা ওরফে তন্বী। সেই ভাড়া কক্ষেই গুলির ঘটনাটি ঘটে।

খুলনা মহানগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম জানান, রোববার রাত থেকে মোতালেব শিকদার ওই কক্ষে অবস্থান করছিলেন। সোমবার সকাল ১১টার আগ মুহূর্তে গুলিবিদ্ধ হওয়ার পর তিনি বাসা থেকে বের হন। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, পরিচিত ব্যক্তিদের দ্বারাই তিনি গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনার পর থেকেই তনিমা পলাতক ছিলেন। পুলিশ ওই কক্ষ থেকে একটি পিস্তলের গুলির খোসা, পাঁচটি বিদেশি মদের বোতল, ইয়াবা এবং ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করেছে।

পুলিশ জানায়, তদন্তের অংশ হিসেবে গাজী মেডিকেল কলেজ হাসপাতালের পাশের একটি ফার্মেসি থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজে দেখা যায়, রোববার রাত সাড়ে ১২টার দিকে মোতালেব শিকদার তার দুই সহযোগীসহ একটি গাড়ি থেকে নেমে ‘মুক্তা হাউজ’-এর দিকে যান। পরদিন সোমবার সকাল ১০টা ৫৯ মিনিটে গুলিবিদ্ধ অবস্থায় কান চেপে ধরে তাকে ওই বাড়ি থেকে বেরিয়ে আসতে দেখা যায়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার রাতে মোতালেবসহ কয়েকজন ওই বাসায় অবস্থান করছিলেন। পরে নিজেদের মধ্যে বিবাদের জের ধরে সোমবার সকালে গুলির ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে বাসার বিভিন্ন স্থানে রক্তের চিহ্ন পাওয়া গেছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow