গুলি হাদির মাথার ডান দিক দিয়ে ঢুকে বাঁ দিকে বেরিয়ে গেছে: ডিজি
ডিজি আবু জাফর আরো জানান, হাদিকে যখন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়, তখন তার জিসিএস (গ্লাসগো কোমা স্কেল) সর্বনিম্ন ৩ ছিল। তবে চিকিৎসকদের প্রচেষ্টায় তার অবস্থার উন্নতি হয়েছে। বর্তমানে তিনি আর্টিফিশিয়াল ভেন্টিলেশনে আছেন। ঢাকা মেডিকেলে অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার পরে পরিবারের সিদ্ধান্তের ভিত্তিতে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। যদিও সরকারিভাবে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়ার সিদ্ধান্ত ছিল কিন্তু পরিবারের পক্ষ থেকে এভারকেয়ারে নেওয়ার আগ্রহ প্রকাশ করায় সেখানেই পাঠানো হয়।