গুয়াতেমালায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৫, আহত ১৯

মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন এবং আরও ১৯ জন আহত হয়েছেন। দেশটির পশ্চিমাঞ্চলে অবস্থিত ইন্টার-আমেরিকান হাইওয়েতে একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে এই হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। শনিবার (২৭ ডিসেম্বর) দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে স্থানীয় অগ্নিনির্বাপণ বিভাগের মুখপাত্র লিয়ান্দ্রো আমাদো সাংবাদিকদের বলেন, এই সড়ক দুর্ঘটনায় ১৫ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১১ জন পুরুষ, তিনজন নারী এবং একজন শিশু রয়েছে।তিনি আরও জানান, দুর্ঘটনায় আহত প্রায় ১৯ জনকে কাছাকাছি বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাটি ঘটে গুয়াতেমালার সোলোলা বিভাগের ইন্টার-আমেরিকান হাইওয়ের ১৭২ থেকে ১৭৪ কিলোমিটার অংশের মধ্যে। এলাকাটি ঘন কুয়াশার জন্য পরিচিত যা প্রায়ই চালকদের দৃষ্টিসীমা মারাত্মকভাবে ব্যাহত করে। শনিবার (২৭ ডিসেম্বর) ভোরে অগ্নিনির্বাপণ বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যমে যে ছবি প্রকাশ করেছে, তাতে দেখা যায় খাদে পড়ে থাকা বিধ্বস্ত বাসটির চারপাশে দমকলকর্মীরা উদ্ধারকাজ চালাচ্ছেন। দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার

গুয়াতেমালায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৫, আহত ১৯

মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন এবং আরও ১৯ জন আহত হয়েছেন। দেশটির পশ্চিমাঞ্চলে অবস্থিত ইন্টার-আমেরিকান হাইওয়েতে একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে এই হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

শনিবার (২৭ ডিসেম্বর) দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে স্থানীয় অগ্নিনির্বাপণ বিভাগের মুখপাত্র লিয়ান্দ্রো আমাদো সাংবাদিকদের বলেন, এই সড়ক দুর্ঘটনায় ১৫ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১১ জন পুরুষ, তিনজন নারী এবং একজন শিশু রয়েছে।
তিনি আরও জানান, দুর্ঘটনায় আহত প্রায় ১৯ জনকে কাছাকাছি বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনাটি ঘটে গুয়াতেমালার সোলোলা বিভাগের ইন্টার-আমেরিকান হাইওয়ের ১৭২ থেকে ১৭৪ কিলোমিটার অংশের মধ্যে। এলাকাটি ঘন কুয়াশার জন্য পরিচিত যা প্রায়ই চালকদের দৃষ্টিসীমা মারাত্মকভাবে ব্যাহত করে।

শনিবার (২৭ ডিসেম্বর) ভোরে অগ্নিনির্বাপণ বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যমে যে ছবি প্রকাশ করেছে, তাতে দেখা যায় খাদে পড়ে থাকা বিধ্বস্ত বাসটির চারপাশে দমকলকর্মীরা উদ্ধারকাজ চালাচ্ছেন। দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে স্থানীয় কর্তৃপক্ষ ধারণা করছে, ঘন কুয়াশা ও সীমিত দৃশ্যমানতা দুর্ঘটনার পেছনে ভূমিকা রাখতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

সূত্র : সিএনএন

কেএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow