গৃহবধূকে বেধড়ক মারধরের পর বিবস্ত্রের অভিযোগ

ঝিনাইদহে মর্নিং ওয়াকে বেরিয়ে এক গৃহবধূ নির্যাতনের শিকার হয়েছেন। তাকে মারধর করেই শান্ত হয়নি দুর্বৃত্তরা, একপর্যায়ে তাকে বিবস্ত্র করার অভিযোগ উঠেছে।  শুক্রবার (২৮ অক্টোবর) সকালে সদর উপজেলার দোগাছি গ্রামের পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী বর্তমানে ঝিনাইদহ আড়াইশ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দোগাছি ইউনিয়ন পরিষদের নারী ইউপি সদস্য শারমিন আক্তার জানান, সকালে গৃহবধূ ও তার দেবরের স্ত্রী হাঁটতে বের হন। তারা গ্রামের হাজামবাড়ি মসজিদ এলাকায় পৌঁছালে ১০-১৫ জন দুর্বৃত্ত তাদের পথরোধ করে। এ সময় একজন দৌড়ে পালিয়ে গেলেও ভুক্তভোগীকে বেধড়ক মারপিট করে গায়ের জামা কাপড় ছিঁড়ে ফেলে। দুর্বৃত্তরা তার গলার চেন, কানের দুল ও মোবাইল ছিনিয়ে নেয়। খবর পেয়ে পুলিশ এসে ওই নারীকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, এক নারীকে মারধর করার ঘটনা ঘটেছে বলে শুনেছি। অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

গৃহবধূকে বেধড়ক মারধরের পর বিবস্ত্রের অভিযোগ

ঝিনাইদহে মর্নিং ওয়াকে বেরিয়ে এক গৃহবধূ নির্যাতনের শিকার হয়েছেন। তাকে মারধর করেই শান্ত হয়নি দুর্বৃত্তরা, একপর্যায়ে তাকে বিবস্ত্র করার অভিযোগ উঠেছে। 

শুক্রবার (২৮ অক্টোবর) সকালে সদর উপজেলার দোগাছি গ্রামের পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী বর্তমানে ঝিনাইদহ আড়াইশ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দোগাছি ইউনিয়ন পরিষদের নারী ইউপি সদস্য শারমিন আক্তার জানান, সকালে গৃহবধূ ও তার দেবরের স্ত্রী হাঁটতে বের হন। তারা গ্রামের হাজামবাড়ি মসজিদ এলাকায় পৌঁছালে ১০-১৫ জন দুর্বৃত্ত তাদের পথরোধ করে। এ সময় একজন দৌড়ে পালিয়ে গেলেও ভুক্তভোগীকে বেধড়ক মারপিট করে গায়ের জামা কাপড় ছিঁড়ে ফেলে।

দুর্বৃত্তরা তার গলার চেন, কানের দুল ও মোবাইল ছিনিয়ে নেয়। খবর পেয়ে পুলিশ এসে ওই নারীকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, এক নারীকে মারধর করার ঘটনা ঘটেছে বলে শুনেছি। অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow