গৌরীপুরে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে তরুণদের করণীয় বিষয়ে মতবিনিময় সভা

ময়মনসিংহের গৌরীপুরে 'জুলাই বিপ্লব পরবর্তী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে তরুণদের করণীয়' শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে শনিবার (১০ জানুয়ারি ২০২৬) বিকেলে গৌরীপুর পৌর শহরের ঐতিহাসিক শহীদ হারুন পার্কে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা শাখার সভাপতি সালেহীন কবিরের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি শাহ ওয়ালী উল্লাহ ও কলেজ সেক্রেটারি সাইফুল মাসুমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির ময়মনসিংহ জেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম হামিম, বাংলাদেশ জামায়াতে ইসলামি গৌরীপুর উপজেলা শাখার আমির ও ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মাওলানা বদরুজ্জামান, ইঞ্জিনিয়ার ড. সৈয়দ জিয়া উদ্দীন এবং উপজেলা জামায়াতের সাবেক আমির এডভোকেট সৈয়দ গোলাম সারওয়ার জোবায়ের আল মাহমুদ। এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামি ময়মনসিংহ জেলা শাখার সেক্রেটারি হাফেজ আবু ইউসুফ, গৌরীপুর উপজেলা শাখ

গৌরীপুরে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে তরুণদের করণীয় বিষয়ে মতবিনিময় সভা

ময়মনসিংহের গৌরীপুরে 'জুলাই বিপ্লব পরবর্তী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে তরুণদের করণীয়' শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে শনিবার (১০ জানুয়ারি ২০২৬) বিকেলে গৌরীপুর পৌর শহরের ঐতিহাসিক শহীদ হারুন পার্কে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা শাখার সভাপতি সালেহীন কবিরের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি শাহ ওয়ালী উল্লাহ ও কলেজ সেক্রেটারি সাইফুল মাসুমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির ময়মনসিংহ জেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম হামিম, বাংলাদেশ জামায়াতে ইসলামি গৌরীপুর উপজেলা শাখার আমির ও ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মাওলানা বদরুজ্জামান, ইঞ্জিনিয়ার ড. সৈয়দ জিয়া উদ্দীন এবং উপজেলা জামায়াতের সাবেক আমির এডভোকেট সৈয়দ গোলাম সারওয়ার জোবায়ের আল মাহমুদ।

এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামি ময়মনসিংহ জেলা শাখার সেক্রেটারি হাফেজ আবু ইউসুফ, গৌরীপুর উপজেলা শাখার দপ্তর ও যুব বিভাগের সভাপতি আবদুল বারি, উপজেলা কর্মপরিষদ ও শূরা সদস্য মাওলানা সুলতান আহমদ, কর্ম ও শূরা সদস্য মাওলানা ফজলুল হক এবং উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জহিরুল ইসলাম।

সভায় আরও উপস্থিত ছিলেন গৌরীপুর পৌর শাখার সভাপতি ডা. আব্দুর নূর, ময়মনসিংহ মহানগর যুব বিভাগের সেক্রেটারি এস এম জুবায়ের হোসাইন, ২নং গৌরীপুর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা শরিফুল ইসলাম, ৬নং বোকাইনগর ইউনিয়ন শাখার সভাপতি আল মামুন ফকিরসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, জুলাই বিপ্লব পরবর্তী সময়ে একটি ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে তরুণ সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আদর্শিক শিক্ষা, নৈতিকতা, দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে তরুণদের নিজেদের গড়ে তোলার আহ্বান জানান তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow