গ্রুপ চ্যাট চালু করল চ্যাটজিপিটি, জানুন ব্যবহার

এবার আরও এক নতুন সুবিধা চালু করেছে বিশ্বব্যাপী আলোচিত ওপেনএআই। প্রতিষ্ঠানটি তাদের জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটিতে নতুন ফিচার ‘গ্রুপ চ্যাট’ যুক্ত করেছে। ওপেনএআই জানিয়েছে, নতুন এই গ্রুপ চ্যাট ফিচারটি বন্ধু, পরিবার বা সহকর্মীদের সঙ্গে একসঙ্গে কাজ করার সুযোগ দেবে। রাতের খাবারের পরিকল্পনা করা থেকে শুরু করে ভ্রমণ পরিকল্পনা তৈরি, কিংবা কোনো খসড়া প্রস্তুত— সবকিছুতেই একাধিক ব্যবহারকারী একই চ্যাটে যুক্ত হয়ে চ্যাটজিপিটির সাহায্য নিতে পারবেন। একটি গ্রুপ চ্যাটে সর্বোচ্চ ২০ জনকে আমন্ত্রণ জানানো যাবে। অর্থাৎ ২০ জন পর্যন্ত একটি গ্রুপ চ্যাটে কথোপথনে অংশ নিতে পারবেন। এটি বৈশ্বিকভাবে সব লগইন করা ব্যবহারকারীর জন্য এখন উন্মুক্ত। কীভাবে কাজ করবে গ্রুপ চ্যাট? চ্যাটজিপিটি অ্যাপের উপরের ডান কোণে থাকা ‘পিপল’ আইকনে চাপ দিলে নতুন গ্রুপ চ্যাট তৈরির অপশন আসবে। তখন আপনার বর্তমান চ্যাটটি কপি হয়ে একটি নতুন গ্রুপ চ্যাটে যুক্ত হবে। এরপর একটি লিংক শেয়ার করে অন্যদের গ্রুপে আমন্ত্রণ জানানো যাবে। আমন্ত্রিত ব্যবহারকারীরাও সেই লিংক অন্যদের পাঠাতে পারবেন। প্রথমবার গ্রুপ চ্যাট তৈরি বা যোগ দিতে চাইলে ব্যবহারকারীকে নাম, ইউজারনে

গ্রুপ চ্যাট চালু করল চ্যাটজিপিটি, জানুন ব্যবহার
এবার আরও এক নতুন সুবিধা চালু করেছে বিশ্বব্যাপী আলোচিত ওপেনএআই। প্রতিষ্ঠানটি তাদের জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটিতে নতুন ফিচার ‘গ্রুপ চ্যাট’ যুক্ত করেছে। ওপেনএআই জানিয়েছে, নতুন এই গ্রুপ চ্যাট ফিচারটি বন্ধু, পরিবার বা সহকর্মীদের সঙ্গে একসঙ্গে কাজ করার সুযোগ দেবে। রাতের খাবারের পরিকল্পনা করা থেকে শুরু করে ভ্রমণ পরিকল্পনা তৈরি, কিংবা কোনো খসড়া প্রস্তুত— সবকিছুতেই একাধিক ব্যবহারকারী একই চ্যাটে যুক্ত হয়ে চ্যাটজিপিটির সাহায্য নিতে পারবেন। একটি গ্রুপ চ্যাটে সর্বোচ্চ ২০ জনকে আমন্ত্রণ জানানো যাবে। অর্থাৎ ২০ জন পর্যন্ত একটি গ্রুপ চ্যাটে কথোপথনে অংশ নিতে পারবেন। এটি বৈশ্বিকভাবে সব লগইন করা ব্যবহারকারীর জন্য এখন উন্মুক্ত। কীভাবে কাজ করবে গ্রুপ চ্যাট? চ্যাটজিপিটি অ্যাপের উপরের ডান কোণে থাকা ‘পিপল’ আইকনে চাপ দিলে নতুন গ্রুপ চ্যাট তৈরির অপশন আসবে। তখন আপনার বর্তমান চ্যাটটি কপি হয়ে একটি নতুন গ্রুপ চ্যাটে যুক্ত হবে। এরপর একটি লিংক শেয়ার করে অন্যদের গ্রুপে আমন্ত্রণ জানানো যাবে। আমন্ত্রিত ব্যবহারকারীরাও সেই লিংক অন্যদের পাঠাতে পারবেন। প্রথমবার গ্রুপ চ্যাট তৈরি বা যোগ দিতে চাইলে ব্যবহারকারীকে নাম, ইউজারনেম ও প্রোফাইল ছবি ঠিক করে নিতে বলা হবে, যাতে বুঝতে সুবিধা হয় কে কী বলছেন। কখন কথা বলবে চ্যাটজিপিটি? ওপেনএআই বলছে, চ্যাটজিপিটি গ্রুপে কথোপকথনের প্রবাহ বুঝে তবেই অংশ নেবে— অর্থাৎ কখন উত্তর দেবে আর কখন চুপ থাকবে, তা নিজেই নির্ধারণ করবে। আবার চাইলে সরাসরি “ChatGPT” মেনশন করলে বট সঙ্গে সঙ্গে সাড়া দেবে। গ্রুপ চ্যাটে ইমোজি রিয়্যাকশন এবং প্রোফাইল ছবি ব্যবহার করে ব্যক্তিগতকৃত ছবি তৈরির সুবিধাও থাকবে। গ্রুপ চ্যাটের সেটিংস স্ক্রিনের উপরের ডান কোণে থাকা গ্রুপ চ্যাট আইকনে চাপ দিলে সদস্য যোগ-বিয়োগ, নোটিফিকেশন মিউট করা এবং চ্যাটজিপিটির জন্য কাস্টম নির্দেশনা সেট করার অপশন পাওয়া যাবে। ওপেনএআই আরও জানায়, ব্যক্তিগত চ্যাটে থাকা স্মৃতি (মেমোরি) গ্রুপ চ্যাটে প্রযোজ্য হবে না। আবার গ্রুপ চ্যাটের কথোপকথন থেকেও কোনো নতুন স্মৃতি তৈরি করবে না চ্যাটজিপিটি। কোন মডেল ব্যবহার করছে? গ্রুপ চ্যাটে চ্যাটজিপিটি GPT-5.1 Auto মডেল ব্যবহার করে, যা ব্যবহারকারীর প্রম্পট ও তার জন্য উপলব্ধ মডেলের ভিত্তিতে সর্বোত্তম রেসপন্স নির্বাচন করে। উল্লেখ্য, রেট লিমিট কেবল তখনই প্রযোজ্য হবে যখন চ্যাটজিপিটি নিজে চ্যাটে কোনো বার্তা পাঠাবে। সূত্র : দ্য ভার্জ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow