‘ঘাড়ের ওপর ছিল ছুরি, দিনে কয়েকবার ধর্ষণ’; নেটফ্লিক্সে এলিজাবেথেরর সেই ৯ মাসের গল্প

২০০২ সাল। সল্ট লেক সিটির নিজের শোবার ঘর থেকে অপহৃত হন কিশোরী এলিজাবেথ স্মার্ট। সেই হাড়হিম করা ঘটনা এবং দীর্ঘ ৯ মাসের বন্দিজীবনের বিভীষিকা নিয়ে গত ২১ জানুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে তথ্যচিত্র ‘কিডন্যাপড: এলিজাবেথ স্মার্ট’। এতে নিজের জীবনের সবচেয়ে অন্ধকার অধ্যায়ের বর্ণনা দিয়েছেন খোদ এলিজাবেথ, যা দেখে শিউরে উঠছেন দর্শকরা। তথ্যচিত্রে উঠে এসেছে সেই কালরাতের বর্ণনা, যেখানে এলিজাবেথের বোন ও একমাত্র সাক্ষী মেরি ক্যাথেরিন জানান, চোখের সামনে দিদিকে ধরে নিয়ে যেতে দেখেন তিনি। এলিজাবেথ স্মরণ করেন, ঘুম ভাঙতেই দেখেন ঘাড়ের ওপর ধরা ধারালো ছুরি। বাঁচার আশায় মা-বাবার ঘুম ভাঙার অপেক্ষা করলেও শেষমেশ তাকে চলে যেতে হয় অপহরণকারীর সঙ্গে। বন্দিদশায় এলিজাবেথের ওপর চলে অমানবিক নির্যাতন। অপহরণকারী ব্রায়ান ডেভিড মিচেল নিজেকে ‘ঈশ্বরের নির্দেশিত’ ব্যক্তি দাবি করে কিশোরী এলিজাবেথকে দিনের পর দিন ধর্ষণ করত। এলিজাবেথ বলেন, “সে বলত, আমাকে ঈশ্বরের স্ত্রী হিসেবে গ্রহণ করেছে। চিৎকার করলেই হত্যার হুমকি দিত। দিনে কয়েকবার ধর্ষণের পর আমাকে দিয়ে জোর করে প্রার্থনা করানো হতো।” মিচেল ধর্মকে বর্ম হিসেবে ব্যবহার করে নিজের বিকৃত

‘ঘাড়ের ওপর ছিল ছুরি, দিনে কয়েকবার ধর্ষণ’; নেটফ্লিক্সে এলিজাবেথেরর সেই ৯ মাসের গল্প
২০০২ সাল। সল্ট লেক সিটির নিজের শোবার ঘর থেকে অপহৃত হন কিশোরী এলিজাবেথ স্মার্ট। সেই হাড়হিম করা ঘটনা এবং দীর্ঘ ৯ মাসের বন্দিজীবনের বিভীষিকা নিয়ে গত ২১ জানুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে তথ্যচিত্র ‘কিডন্যাপড: এলিজাবেথ স্মার্ট’। এতে নিজের জীবনের সবচেয়ে অন্ধকার অধ্যায়ের বর্ণনা দিয়েছেন খোদ এলিজাবেথ, যা দেখে শিউরে উঠছেন দর্শকরা। তথ্যচিত্রে উঠে এসেছে সেই কালরাতের বর্ণনা, যেখানে এলিজাবেথের বোন ও একমাত্র সাক্ষী মেরি ক্যাথেরিন জানান, চোখের সামনে দিদিকে ধরে নিয়ে যেতে দেখেন তিনি। এলিজাবেথ স্মরণ করেন, ঘুম ভাঙতেই দেখেন ঘাড়ের ওপর ধরা ধারালো ছুরি। বাঁচার আশায় মা-বাবার ঘুম ভাঙার অপেক্ষা করলেও শেষমেশ তাকে চলে যেতে হয় অপহরণকারীর সঙ্গে। বন্দিদশায় এলিজাবেথের ওপর চলে অমানবিক নির্যাতন। অপহরণকারী ব্রায়ান ডেভিড মিচেল নিজেকে ‘ঈশ্বরের নির্দেশিত’ ব্যক্তি দাবি করে কিশোরী এলিজাবেথকে দিনের পর দিন ধর্ষণ করত। এলিজাবেথ বলেন, “সে বলত, আমাকে ঈশ্বরের স্ত্রী হিসেবে গ্রহণ করেছে। চিৎকার করলেই হত্যার হুমকি দিত। দিনে কয়েকবার ধর্ষণের পর আমাকে দিয়ে জোর করে প্রার্থনা করানো হতো।” মিচেল ধর্মকে বর্ম হিসেবে ব্যবহার করে নিজের বিকৃত ক্ষমতার চর্চা করত বলে জানান তিনি। দীর্ঘ ৯ মাস পর বোনের বুদ্ধিমত্তা, পরিবারের চেষ্টা ও পুলিশের সহায়তায় ২০০৩ সালের ১২ মার্চ উদ্ধার করা হয় স্মার্টকে। সেই ট্রমা কাটিয়ে এলিজাবেথ এখন একজন লড়াকু নারী। ৩৮ বছর বয়সী এলিজাবেথ বর্তমানে স্বামী ও তিন সন্তান নিয়ে সুখের সংসার করছেন। শুধু তাই নয়, যৌন সহিংসতার শিকারদের পাশে দাঁড়াতে গড়ে তুলেছেন ‘এলিজাবেথ স্মার্ট ফাউন্ডেশন’। তথ্যচিত্রের শেষে তার কণ্ঠে শোনা যায় অদম্য সাহসের বার্তা— “আপনারা যা ভাবছেন, আমি তার চেয়েও বেশি শক্তিশালী।” উল্লেখ্য, অপহরণকারী মিচেল বর্তমানে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow