ঘোষিত প্রার্থীর বিরুদ্ধে তারেক রহমানের কাছে ৭ নেতার অভিযোগ

নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের বিরুদ্ধে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবর অভিযোগ দিয়েছেন সাত মনোনয়ন প্রত্যাশী। বুধবার (১৯ নভেম্বর) সকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মাধ্যমে তারেক রহমানের কাছে তারা এ অভিযোগ দেন। অভিযোগকারীরা হলেন, সাবেক প্রতিমন্ত্রী ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মো.রেজাউল করিম, সাবেক সংসদ সদস্য ও নির্বাহী কমিটির সদস্য মো. গিয়াসউদ্দিন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মো. মামুন মাহমুদ, যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহা-পরিচালক বিএনপি নেতা ওয়ালিউর রহমান আপেল, সোনারগাঁ উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আবু জাফর, স্বেচ্ছাসেবক কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল ও সোনারগাঁও উপজেলা বিএনপির সহ-সভাপতি আল মুজাহিদ মল্লিক। মনোনয়ন প্রত্যাশী এ সাত নেতা অভিযোগে বলেন, এলাকার মানুষের প্রত্যাশা শিক্ষিত, অভিজ্ঞ এবং যোগ্য যে কোনো ব্যক্তি দলীয় মনোনয়নে এমপি হয়ে সংসদে বলিষ্ট ভূমিকা রাখবেন। তবে প্রাথমিকভাবে দলীয় মনোনয়ন আজহারুল ইসলাম মান্নানকে দেওয়ায় সর্বস্তরের মানুষ হতাশ হয়েছেন। আসনটিতে জামায়াতের প্

ঘোষিত প্রার্থীর বিরুদ্ধে তারেক রহমানের কাছে ৭ নেতার অভিযোগ

নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের বিরুদ্ধে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবর অভিযোগ দিয়েছেন সাত মনোনয়ন প্রত্যাশী।

বুধবার (১৯ নভেম্বর) সকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মাধ্যমে তারেক রহমানের কাছে তারা এ অভিযোগ দেন।

অভিযোগকারীরা হলেন, সাবেক প্রতিমন্ত্রী ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মো.রেজাউল করিম, সাবেক সংসদ সদস্য ও নির্বাহী কমিটির সদস্য মো. গিয়াসউদ্দিন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মো. মামুন মাহমুদ, যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহা-পরিচালক বিএনপি নেতা ওয়ালিউর রহমান আপেল, সোনারগাঁ উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার আবু জাফর, স্বেচ্ছাসেবক কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল ও সোনারগাঁও উপজেলা বিএনপির সহ-সভাপতি আল মুজাহিদ মল্লিক।

মনোনয়ন প্রত্যাশী এ সাত নেতা অভিযোগে বলেন, এলাকার মানুষের প্রত্যাশা শিক্ষিত, অভিজ্ঞ এবং যোগ্য যে কোনো ব্যক্তি দলীয় মনোনয়নে এমপি হয়ে সংসদে বলিষ্ট ভূমিকা রাখবেন। তবে প্রাথমিকভাবে দলীয় মনোনয়ন আজহারুল ইসলাম মান্নানকে দেওয়ায় সর্বস্তরের মানুষ হতাশ হয়েছেন। আসনটিতে জামায়াতের প্রার্থী যাকে দিয়েছেন তিনি একটি কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ। ৫ আগস্টের পর আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁ উপজেলা এলাকায় চাঁদাবাজি, জমি দখল, নদীপথে চাঁদাবাজি,মামলা বাণিজ্য, বালুর ব্যবসা ও অনৈতিকভাবে টাকা আদায় এবং বিপুল অর্থের বিনিময়ে আওয়ামী লীগ ও জাপা নেতাদের পুনর্বাসনের মাধ্যমে দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ করে।

এ বিষয়ে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেন, আমার বিরুদ্ধে কে কি করলো, এ নিয়ে মাথা ব্যাথা নেই। দলের দুর্দিনে নেতাকর্মীদের পাশে ছিলাম বলেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনয়ন দিয়েছেন। কোনো চাঁদাবাজি কিংবা অপকর্মে জড়িত নই। সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।

মো. আকাশ/এএইচ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow