চট্টগ্রামের ভাগ্য বরণ করল পিএসএলের মুলতান সুলতানস

বিপিএলের চিত্রেরই যেন দেখা মিলল পাকিস্তান সুপার লিগে। বিপিএল শুরুর ২৪ ঘণ্টা আগে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা ছেড়ে দেয় ফ্র্যাঞ্চাইজি। শেষ মুহূর্তে কূল-কিনারা না পেয়ে বিসিবিকেই চট্টগ্রাম রয়্যালস পরিচালনার দায়িত্ব নিতে হয়েছে। একই রকম ঘটনার দেখা মিলেছে পিএসএলেও। লিগটির অন্যতম ফ্র্যাঞ্চাইজি মুলতান সুলতানসের দায়িত্ব নিতে হলো পিসিবিকে। আপাতত কোনো বাইরের ক্রেতার কাছে এ ফ্র্যাঞ্চাইজিটি হস্তান্তর করা সম্ভব না হওয়ায় পিসিবিকেই এর দায়িত্ব নিতে হয়েছে। আসন্ন পিএসএল শেষ হওয়ার পর মুলতান সুলতানসকে নিলামে তোলা হবে বলে জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান মাহসিন নকভি। নকভি জানান, পিএসএলের ১১তম আসরে মুলতান সুলতানস পরিচালনার জন্য সাবেক ক্রিকেটার ও বিশেষজ্ঞদের নিয়ে একটি ব্যবস্থাপনা কমিটি গঠন করা হবে। মৌসুম শেষ হলে তখন সম্ভাব্য ক্রেতাদের জন্য ফ্র্যাঞ্চাইজিটি উন্মুক্ত করা হবে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘পিএসএল শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ফ্র্যাঞ্চাইজিটিকে নিলামে তুলব। আগামী ১০ দিনের মধ্যে ফ্র্যাঞ্চাইজিটি পরিচালনার জন্য একজন অন্তর্বর্তী প্রধান নিয়োগ দেওয়া হবে।’ গত মাসে মুলতান সুলতানসের মালিকানা ছাড়ার ঘোষণা দেন আলী তারিন।

চট্টগ্রামের ভাগ্য বরণ করল পিএসএলের মুলতান সুলতানস

বিপিএলের চিত্রেরই যেন দেখা মিলল পাকিস্তান সুপার লিগে। বিপিএল শুরুর ২৪ ঘণ্টা আগে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা ছেড়ে দেয় ফ্র্যাঞ্চাইজি। শেষ মুহূর্তে কূল-কিনারা না পেয়ে বিসিবিকেই চট্টগ্রাম রয়্যালস পরিচালনার দায়িত্ব নিতে হয়েছে। একই রকম ঘটনার দেখা মিলেছে পিএসএলেও। লিগটির অন্যতম ফ্র্যাঞ্চাইজি মুলতান সুলতানসের দায়িত্ব নিতে হলো পিসিবিকে।

আপাতত কোনো বাইরের ক্রেতার কাছে এ ফ্র্যাঞ্চাইজিটি হস্তান্তর করা সম্ভব না হওয়ায় পিসিবিকেই এর দায়িত্ব নিতে হয়েছে। আসন্ন পিএসএল শেষ হওয়ার পর মুলতান সুলতানসকে নিলামে তোলা হবে বলে জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান মাহসিন নকভি।

নকভি জানান, পিএসএলের ১১তম আসরে মুলতান সুলতানস পরিচালনার জন্য সাবেক ক্রিকেটার ও বিশেষজ্ঞদের নিয়ে একটি ব্যবস্থাপনা কমিটি গঠন করা হবে। মৌসুম শেষ হলে তখন সম্ভাব্য ক্রেতাদের জন্য ফ্র্যাঞ্চাইজিটি উন্মুক্ত করা হবে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘পিএসএল শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ফ্র্যাঞ্চাইজিটিকে নিলামে তুলব। আগামী ১০ দিনের মধ্যে ফ্র্যাঞ্চাইজিটি পরিচালনার জন্য একজন অন্তর্বর্তী প্রধান নিয়োগ দেওয়া হবে।’

গত মাসে মুলতান সুলতানসের মালিকানা ছাড়ার ঘোষণা দেন আলী তারিন। পিএসএল ব্যবস্থাপনার সঙ্গে দীর্ঘদিনের দ্বন্দ্বের পর তিনি এই সিদ্ধান্ত নেন। পিএসএল কর্তৃপক্ষের বিরুদ্ধে উচ্চাভিলাষী ও স্বচ্ছতার অভাবের অভিযোগ তুলেছিলেন তিনি।

তারিনের অভিযোগের জবাবে পিসিবি তাকে আইনি নোটিশ পাঠায়। সেখানে মালিকানা চুক্তি লঙ্ঘনের অভিযোগ আনা হয় এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়। এর পাল্টা প্রতিক্রিয়ায় ব্যঙ্গাত্মক একটি ‘ক্ষমা প্রার্থনার’ ভিডিও প্রকাশ করেন তারিন, যেখানে নোটিশ ছিঁড়ে ফেলতেও দেখা যায় তাকে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow