চট্টগ্রামে খালেদা জিয়ার গায়েবানা জানাজা

চট্টগ্রামে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।  বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল সোয়া তিনটার দিকে নগরের জমিয়াতুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ শেষে মুসল্লিরা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। এ সময় অনেকে আবেগে কান্নায় ভেঙে পড়েন। জানাজা শেষে উপস্থিত মুসল্লিরা দুই হাত তুলে মহান আল্লাহর নিকট মরহুমার আত্মার শান্তি কামনা করেন। বিএনপির স্থানীয় নেতাকর্মীরা জানান, বেগম খালেদা জিয়া ছিলেন দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিরলস সংগ্রামী। তার নেতৃত্ব ও ত্যাগ দেশের রাজনীতিতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। আমরা তার আদর্শকে অনুসরণ করে দেশের জন্য কাজ চালিয়ে যাব। মরহুমা খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন অসুস্থতার কারণে চিকিৎসাধীন ছিলেন এবং তার বয়স হয়েছিল ৭৯ বছর। মৃত্যুর খবর শোনার পর দেশব্যাপী শোকের ছায়া নেমে আসে। রাজনৈতিক, সামাজিক ও সাধারণ মানুষ তাকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছেন। জানাজার সময় বিএনপির স্থান

চট্টগ্রামে খালেদা জিয়ার গায়েবানা জানাজা
চট্টগ্রামে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।  বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল সোয়া তিনটার দিকে নগরের জমিয়াতুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ শেষে মুসল্লিরা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। এ সময় অনেকে আবেগে কান্নায় ভেঙে পড়েন। জানাজা শেষে উপস্থিত মুসল্লিরা দুই হাত তুলে মহান আল্লাহর নিকট মরহুমার আত্মার শান্তি কামনা করেন। বিএনপির স্থানীয় নেতাকর্মীরা জানান, বেগম খালেদা জিয়া ছিলেন দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিরলস সংগ্রামী। তার নেতৃত্ব ও ত্যাগ দেশের রাজনীতিতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। আমরা তার আদর্শকে অনুসরণ করে দেশের জন্য কাজ চালিয়ে যাব। মরহুমা খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন অসুস্থতার কারণে চিকিৎসাধীন ছিলেন এবং তার বয়স হয়েছিল ৭৯ বছর। মৃত্যুর খবর শোনার পর দেশব্যাপী শোকের ছায়া নেমে আসে। রাজনৈতিক, সামাজিক ও সাধারণ মানুষ তাকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছেন। জানাজার সময় বিএনপির স্থানীয় নেতাকর্মীরা বলেন, খালেদা জিয়া শুধু দলের নেত্রী ছিলেন না, বরং তিনি দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছেন। তার আদর্শ আমাদের প্রেরণা এবং আমরা তার স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow