চট্টগ্রাম-৮: বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচারণায় ককটেল হামলার অভিযোগ

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ’র নির্বাচনি প্রচারণায় ককটেল হামলার অভিযোগ উঠেছে। সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার পূর্ব কধুরখীল উচ্চ বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-৮ আসনে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনি সমাবেশ চলাকালে সন্ধ্যা ছয়টার দিকে তার বক্তব্যের সময় কাছাকাছি স্থানে পরপর দুটি ককটেল নিক্ষেপ করা হয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও এরশাদ উল্লাহ’র নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক মো. আজিজুল হক অভিযোগ করে বলেন, স্থানীয় জামায়াত কর্মী এরফানের নেতৃত্বে পাঁচ-ছয়জন এ হামলা চালায়। বিএনপির নেতাকর্মীরা ধাওয়া দিলে হামলাকারীরা পালিয়ে যায়। এ বিষয়ে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান বলেন, প্রার্থী নিজেই ফোন করে ঘটনার কথা জানিয়েছেন। পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে। উল্লেখ্য, চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-নগরীর একাংশ) আসনে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর বিরুদ্ধে ১১ দলীয় জোটের পক্ষ থেকে এনসিপি প্রার্থী জুবাইরুল ইসলাম আরিফসহ ম

চট্টগ্রাম-৮: বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচারণায় ককটেল হামলার অভিযোগ

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ’র নির্বাচনি প্রচারণায় ককটেল হামলার অভিযোগ উঠেছে। সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার পূর্ব কধুরখীল উচ্চ বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-৮ আসনে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনি সমাবেশ চলাকালে সন্ধ্যা ছয়টার দিকে তার বক্তব্যের সময় কাছাকাছি স্থানে পরপর দুটি ককটেল নিক্ষেপ করা হয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও এরশাদ উল্লাহ’র নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক মো. আজিজুল হক অভিযোগ করে বলেন, স্থানীয় জামায়াত কর্মী এরফানের নেতৃত্বে পাঁচ-ছয়জন এ হামলা চালায়। বিএনপির নেতাকর্মীরা ধাওয়া দিলে হামলাকারীরা পালিয়ে যায়।

এ বিষয়ে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান বলেন, প্রার্থী নিজেই ফোন করে ঘটনার কথা জানিয়েছেন। পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে।

উল্লেখ্য, চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-নগরীর একাংশ) আসনে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর বিরুদ্ধে ১১ দলীয় জোটের পক্ষ থেকে এনসিপি প্রার্থী জুবাইরুল ইসলাম আরিফসহ মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একই জোটভুক্ত জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. আবু নাছের থাকলেও তিনি প্রচারণায় নেই।

এর আগে গত ৩ নভেম্বর নগরীর বায়েজিদ বোস্তামি থানার চালিতাতলী এলাকায় এরশাদ উল্লাহর নির্বাচনি প্রচারণায় হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় তিনি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। একই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সরোয়ার হোসেন বাবলা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow