চবি ‘এ’ ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ৫২.৪ শতাংশ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ স্নাতক শ্রেণিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে শিক্ষার্থীরা এ ফলাফল দেখতে পারবেন। বুধবার (৭ জানুয়ারি) বিকেলে এ ফল প্রকাশ করা হয়েছে। এই ইউনিটে পরীক্ষায় পাস করেছেন ৪১ হাজার ৬০৯ জন এবং পাসের হার ৫২.৪%। মেধাতালিকায় প্রথম হওয়া শিক্ষার্থী পেয়েছেন ৯০.৬৫ নম্বর। আর মেধাতালিকার নিচে থাকা শিক্ষার্থী ৪০ নম্বর পেয়েছেন। ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক শামীম উদ্দিন খান। গত ২ জানুয়ারি একযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ঢাকা অঞ্চল (ঢাকা বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট কলেজগুলো) এবং রাজশাহী অঞ্চল (রাজশাহী বিশ্ববিদ্যালয়) কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবার ‘এ’ ইউনিটে আসনপ্রতি প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রায় ৮০ শিক্ষার্থী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের অধীনে রয়েছে ৪টি অনুষদ। এগুলো হলো— বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ অনুষদ। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এক হাজার ৯৩টি সাধারণ আসনের বিপরীতে ‘এ’ ইউনিটে আবেদন করেছেন ৮৭ হা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ স্নাতক শ্রেণিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে শিক্ষার্থীরা এ ফলাফল দেখতে পারবেন।
বুধবার (৭ জানুয়ারি) বিকেলে এ ফল প্রকাশ করা হয়েছে।
এই ইউনিটে পরীক্ষায় পাস করেছেন ৪১ হাজার ৬০৯ জন এবং পাসের হার ৫২.৪%। মেধাতালিকায় প্রথম হওয়া শিক্ষার্থী পেয়েছেন ৯০.৬৫ নম্বর। আর মেধাতালিকার নিচে থাকা শিক্ষার্থী ৪০ নম্বর পেয়েছেন।
ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক শামীম উদ্দিন খান।
গত ২ জানুয়ারি একযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ঢাকা অঞ্চল (ঢাকা বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট কলেজগুলো) এবং রাজশাহী অঞ্চল (রাজশাহী বিশ্ববিদ্যালয়) কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবার ‘এ’ ইউনিটে আসনপ্রতি প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রায় ৮০ শিক্ষার্থী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের অধীনে রয়েছে ৪টি অনুষদ। এগুলো হলো— বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ অনুষদ।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এক হাজার ৯৩টি সাধারণ আসনের বিপরীতে ‘এ’ ইউনিটে আবেদন করেছেন ৮৭ হাজার ৬৯৪ শিক্ষার্থী।
What's Your Reaction?