চরমোনাই পীরের জন্য ভোট চেয়ে মনোনয়ন প্রত্যাহার করলেন জামায়াত প্রার্থী
নানা নাটকিয়তা শেষে বরিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের আসন ছেড়ে দিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে আসনটিতে মনোনয়ন প্রত্যাহার করে নেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। এদিন দুপুর আড়াইটার দিকে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেন তিনি। এসময় বরিশাল সদর আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমকে সমর্থন জানান জামায়াতের কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল মুয়াযযম হোসাইন হেলাল। তবে বরিশাল-৬ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মাহামুদুন্নবী প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন। ইতোপূর্বে ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি ফয়জুল করীমকে ওই আসনটি ছাড়ার ঘোষণা দেয় জামায়াত। এর আগে গত ১৮ জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের সম্মানে তার আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা দেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তার ঘোষণার পরই রাত ১১টা ৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেন
নানা নাটকিয়তা শেষে বরিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের আসন ছেড়ে দিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে আসনটিতে মনোনয়ন প্রত্যাহার করে নেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।
এদিন দুপুর আড়াইটার দিকে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেন তিনি। এসময় বরিশাল সদর আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমকে সমর্থন জানান জামায়াতের কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল মুয়াযযম হোসাইন হেলাল।
তবে বরিশাল-৬ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মাহামুদুন্নবী প্রতিদ্বন্দ্বিতায় থাকছেন। ইতোপূর্বে ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি ফয়জুল করীমকে ওই আসনটি ছাড়ার ঘোষণা দেয় জামায়াত।
এর আগে গত ১৮ জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের সম্মানে তার আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা দেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
তার ঘোষণার পরই রাত ১১টা ৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুয়াযযম হোসাইন হেলাল বরিশাল সদর আসনে দাড়িপাল্লা প্রতীক নিয়ে শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতায় থাকার ঘোষণা দেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের একটি ফটোকার্ড শেয়ার করে ফেসবুক পোস্টে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুয়াযযম হোসাইন হেলাল বলেন, ‘ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বরিশাল-৫ (সদর-সিটি) ও বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে নির্বাচন করতে প্রার্থী হয়েছেন।
এরমধ্যে বরিশাল-৬ আসনে প্রার্থিতা প্রত্যাহার করে নেবে জামায়াত। এ আসনে দলটির প্রার্থী বরিশাল জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী। এ নিয়ে মঙ্গলবার (২০ জানুয়ারি) দৈনিক কালবেলা অনলাইনে সংবাদ প্রকাশ হয়। মুহুর্তেই সংবাদটি ছড়িয়ে পড়ে সর্বত্র। শুরু হয় সমালোচনা।
এর পর পরই বরিশাল সদর আসন থেকে প্রার্থীতা প্রত্যাহার করবেন বলে ঘোষণা দেন জামায়াতের প্রার্থী মুয়াযযম হোসাইন হেলাল। এমনকি দুপুর আড়ার দিকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নিজে উপস্থিত থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করেন তিনি।
মনোনয়ন প্রত্যাহারে শেষে জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল সাংবাদিকদের জানান, ‘দলীয় সিদ্ধান্ত মেনে তিনি মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। একই সাথে বরিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মাদ ফয়জুল করীমকে সমর্থন দিয়েছেন।
এসময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলনের পক্ষে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান হেলাল। তিনি বলেন, যারা জামায়াতে ইসলামীর পক্ষে ভোট দেবেন তারা এখন ইসলামী আন্দোলনকে ভোট দেবেন তাকে সমর্থন করবেন।
এ প্রসঙ্গে ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির ও সদর আসনের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, ‘জামায়াতে ইসলামী প্রসংশার কাজ করেছে। তবে এই কাজটা আমরাই আগে করেছি। আমরা জামায়াতের আমিরের সম্মানে তার আসনে প্রার্থীই দেইনি।
What's Your Reaction?