চলতি বছর মালয়েশিয়ায় ৪৫ হাজর ৪৪৭ অভিবাসীকে গ্রেফতার
মালয়েশিয়ায় চলতি বছর বিভিন্ন অপরাধে ৪৫ হাজার ৪৪৭ অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। পাশাপাশি এক হাজার ৯৩১ জন নিয়োগদাতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) এক বিবৃতিতে ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এ তথ্য জানান। গ্রেফতারদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন তা জানা যায়নি। দাতুক জাকারিয়া শাবান জানান, বছরের শুরু থেকে ১৭ নভেম্বর পর্যন্ত মালয়েশিয়াজুড়ে ১২ হাজার ৪৬২টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে দুই লাখ ১৩ হাজার ৪৫৪ জন অভিবাসীর কাগজপত্র পরীক্ষা করা হয়। এদের মধ্যে বিভিন্ন অপরাধে ৪৫ হাজার ৪৪৭ জনকে গ্রেফতার এবং এক হাজার ৯৩১ জন নিয়োগদাতাকে আইনের আওতায় আনা হয়। ইমিগ্রেশনপ্রধান আরও জানান, ধরা পড়া অপরাধগুলোর মধ্যে সবচেয়ে বেশি রয়েছে বৈধ ভ্রমণ নথি না থাকা, পাসের অপব্যবহার। অন্যান্য অপরাধের মধ্যে রয়েছে মাদক সংশ্লিষ্ট। দাতুক জাকারিয়া শাবান বলেন, এসব অপরাধে জড়িতদের ক্ষেত্রে পিএলকেএস বাতিল, পুনর্বাসন, এবং নির্বাসন (ডিপোর্ট) কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। পিএলকেএস অপব্যবহার করে বিভিন্ন খাতে কাজ করার ঘটনাও বাড়ছে। এ ধরনের অপকর্মের পেছনে থাকা দালালচক্র শনা
মালয়েশিয়ায় চলতি বছর বিভিন্ন অপরাধে ৪৫ হাজার ৪৪৭ অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। পাশাপাশি এক হাজার ৯৩১ জন নিয়োগদাতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) এক বিবৃতিতে ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এ তথ্য জানান। গ্রেফতারদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন তা জানা যায়নি।
দাতুক জাকারিয়া শাবান জানান, বছরের শুরু থেকে ১৭ নভেম্বর পর্যন্ত মালয়েশিয়াজুড়ে ১২ হাজার ৪৬২টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে দুই লাখ ১৩ হাজার ৪৫৪ জন অভিবাসীর কাগজপত্র পরীক্ষা করা হয়। এদের মধ্যে বিভিন্ন অপরাধে ৪৫ হাজার ৪৪৭ জনকে গ্রেফতার এবং এক হাজার ৯৩১ জন নিয়োগদাতাকে আইনের আওতায় আনা হয়।
ইমিগ্রেশনপ্রধান আরও জানান, ধরা পড়া অপরাধগুলোর মধ্যে সবচেয়ে বেশি রয়েছে বৈধ ভ্রমণ নথি না থাকা, পাসের অপব্যবহার। অন্যান্য অপরাধের মধ্যে রয়েছে মাদক সংশ্লিষ্ট।
দাতুক জাকারিয়া শাবান বলেন, এসব অপরাধে জড়িতদের ক্ষেত্রে পিএলকেএস বাতিল, পুনর্বাসন, এবং নির্বাসন (ডিপোর্ট) কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
পিএলকেএস অপব্যবহার করে বিভিন্ন খাতে কাজ করার ঘটনাও বাড়ছে। এ ধরনের অপকর্মের পেছনে থাকা দালালচক্র শনাক্তে ইমিগ্রেশন ইতোমধ্যে বিশেষ নজরদারি ও তদন্ত শুরু করেছে বলেও জানান ইমিগ্রেশন মহাপরিচালক।
বিএ
What's Your Reaction?