চাটমোহরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু
পাবনার চাটমোহরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রাব্বি হোসেন (৮) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ফৈলজানা ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে এ দূর্ঘটনা ঘটে। নিহত রাব্বি ওই গ্রামের শাহ আলমের ছেলে। জানা গেছে, রোববার সকালে বাড়ির অদূরে রাস্তার পাশে সমবয়সীদের সাথে খেলাধূলা করছিল রাব্বি। এ সময় রাস্তার অপরপ্রান্তে দৌড়ে যাওয়ার সময় জগন্নাথপুর থেকে পাবনাগামী আঞ্চলিক সড়ক দিয়ে যাওয়া একটা দ্রুত গতির ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় রাব্বি। পরে ঘাতক ট্রাক, চালক ও হেলপারকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। ঘটনার ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আালম বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। ট্রাকটি জব্দ এবং এবং চালক ও হেলপারকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান বলে জানান তিনি।
পাবনার চাটমোহরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রাব্বি হোসেন (৮) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ফৈলজানা ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে এ দূর্ঘটনা ঘটে। নিহত রাব্বি ওই গ্রামের শাহ আলমের ছেলে।
জানা গেছে, রোববার সকালে বাড়ির অদূরে রাস্তার পাশে সমবয়সীদের সাথে খেলাধূলা করছিল রাব্বি। এ সময় রাস্তার অপরপ্রান্তে দৌড়ে যাওয়ার সময় জগন্নাথপুর থেকে পাবনাগামী আঞ্চলিক সড়ক দিয়ে যাওয়া একটা দ্রুত গতির ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় রাব্বি। পরে ঘাতক ট্রাক, চালক ও হেলপারকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা।
ঘটনার ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আালম বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। ট্রাকটি জব্দ এবং এবং চালক ও হেলপারকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান বলে জানান তিনি।
What's Your Reaction?