চাপে থাকা আলোনসোকে অদ্ভুত পরামর্শ দিলেন গার্দিওলা

ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা রিয়াল মাদ্রিদের বিপক্ষে আসন্ন চ্যাম্পিয়নস লিগের ম্যাচের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কিছুটা রসিকতার ছলে রিয়ালের চাপে থাকা কোচ জাবি আলোনসোর ভবিষ্যৎ নিয়ে মন্তব্য করেছেন। মঙ্গলবার সান্তিয়াগো বার্নাব্যুয়ে অনুষ্ঠিতব্য ম্যাচকে সামনে রেখে প্রশ্নোত্তর পর্বে গার্দিওলাকে যখন আলোনসোর ভবিষ্যৎ সম্পর্কে জিজ্ঞেস করা হয়, তখন তিনি মজার ছলে বলেন, “ওকে বলুন, নিজেরটাই নিয়ে প্রস্রাব করুক… ঠিক হয়ে যাবে। দেখবেন।” (উক্তিটি স্প্যানিশের একটি প্রবাদসম অর্থভেদ যা সাধারণত “নিজেই সামলে নিতে পারবে”—এই মর্মে ব্যবহার হয়।) রসিকতা শেষে গার্দিওলা আরও গম্ভীরভাবে বলেন যে তিনি আলোনসোর সর্বোচ্চ মঙ্গল কামনা করেন। বায়ার্নের কোচ হিসেবে আলোনসোকে পাওয়া সেই সময়ের স্মৃতি উল্লেখ করে তিনি বলেন, “সত্যি কথা বলতে, আমি জানি না কী হবে। আসলে এসব থেকে আমি অনেক দূরে। তাই ভবিষ্যৎ নিয়ে কিছু বলতে পারছি না।” লিগের শেষ চার ম্যাচে মাত্র একটিতে জয় পাওয়ায় স্থানীয় গণমাধ্যমে সমালোচনার মুখে রিয়াল কোচ আলোনসো। গার্দিওলা এ নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, “সম্প্রতি আমি স্কারিয়োলোর কথা পড়লাম—এনবিএতে দলগুলো ৮০টি ম্যাচ খেল

চাপে থাকা আলোনসোকে অদ্ভুত পরামর্শ দিলেন গার্দিওলা

ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা রিয়াল মাদ্রিদের বিপক্ষে আসন্ন চ্যাম্পিয়নস লিগের ম্যাচের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কিছুটা রসিকতার ছলে রিয়ালের চাপে থাকা কোচ জাবি আলোনসোর ভবিষ্যৎ নিয়ে মন্তব্য করেছেন।

মঙ্গলবার সান্তিয়াগো বার্নাব্যুয়ে অনুষ্ঠিতব্য ম্যাচকে সামনে রেখে প্রশ্নোত্তর পর্বে গার্দিওলাকে যখন আলোনসোর ভবিষ্যৎ সম্পর্কে জিজ্ঞেস করা হয়, তখন তিনি মজার ছলে বলেন, “ওকে বলুন, নিজেরটাই নিয়ে প্রস্রাব করুক… ঠিক হয়ে যাবে। দেখবেন।”
(উক্তিটি স্প্যানিশের একটি প্রবাদসম অর্থভেদ যা সাধারণত “নিজেই সামলে নিতে পারবে”—এই মর্মে ব্যবহার হয়।)

রসিকতা শেষে গার্দিওলা আরও গম্ভীরভাবে বলেন যে তিনি আলোনসোর সর্বোচ্চ মঙ্গল কামনা করেন। বায়ার্নের কোচ হিসেবে আলোনসোকে পাওয়া সেই সময়ের স্মৃতি উল্লেখ করে তিনি বলেন, “সত্যি কথা বলতে, আমি জানি না কী হবে। আসলে এসব থেকে আমি অনেক দূরে। তাই ভবিষ্যৎ নিয়ে কিছু বলতে পারছি না।”

লিগের শেষ চার ম্যাচে মাত্র একটিতে জয় পাওয়ায় স্থানীয় গণমাধ্যমে সমালোচনার মুখে রিয়াল কোচ আলোনসো। গার্দিওলা এ নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, “সম্প্রতি আমি স্কারিয়োলোর কথা পড়লাম—এনবিএতে দলগুলো ৮০টি ম্যাচ খেলে, সেখানে হার-জিত অনেক স্বাভাবিক। পুরোটা একটি প্রক্রিয়া। কখনো উপরে উঠবেন, কখনো নিচে নামবেন—এগুলো এড়ানো অসম্ভব।”

তিনি আরও যোগ করেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো খেলোয়াড় ও কোচেরা যেন জানে তারা কোথায় দাঁড়িয়ে আছে এবং দল যেন উন্নতির ধারায় থাকে। যারা ধারাবাহিকভাবে বেড়ে ওঠে, শেষ পর্যন্ত তারাই জয়ী হয়।”

গার্দিওলা জোর দিয়ে বলেন, “চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদকে হারাতে হলে শুধু ভালো হলেই হবে না—অসাধারণ হতে হবে।”

ম্যাচটিতে রিয়াল মাদ্রিদ নামছে গ্রুপ টেবিলের পঞ্চম স্থানে, পাঁচ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে। সিটি রয়েছে ১০ পয়েন্ট নিয়ে একাদশ স্থানে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow