চা দোকানদার হত্যার ঘটনায় অস্ত্রসহ গ্রেপ্তার ২
চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানাধীন এলাকায় চা দোকানদার ইসমাইল হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় রুবেল বৈদ্য (৩১) ও রাজু নাথ (৩৮) নামের দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি ধারালো টিপছোরা ও একটি কালো রঙের পালসার মোটরসাইকেল জব্দ করা হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় কোতোয়ালী থানা এলাকার লইট্টাঘাটা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। রোববার (১৪ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন। র্যাব-৭ সূত্রে জানা গেছে, মো.ইসমাইল হোসেন ছিলেন চা দোকানদার। কোতোয়ালী থানাধীন লালদিঘীর পাড় অরুন কুমার চৌধুরী মার্কেটের পূবালী ব্যাংকের সামনে ফুটপাতে অস্থায়ী একটি চায়ের দোকান চালাতেন। গত ২৮ নভেম্বর দোকান বন্ধ করে সাইকেলসহ পায়ে হেঁটে বাসায় যাওয়ার সময় জেলা পরিষদ ভবনের বিপরীত পাশে ফাঁকা রাস্তার ওপর রাত সোয়া দুইটার দিকে মোটরসাইকেল নিয়ে অবস্থানরত অজ্ঞাতনামা ৩ জন আসামি তার ওপর হামলা করে। একপর্যায়ে আসামিরা ধারালো ছুরি দিয়ে বুকের বাম পাশে ও বাম হাতের কব্জির মাঝখানে জখম করে পালিয়ে যায়। টহলরত পুলিশ উপস্থিত লোকজনের সহায়তায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ
চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানাধীন এলাকায় চা দোকানদার ইসমাইল হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় রুবেল বৈদ্য (৩১) ও রাজু নাথ (৩৮) নামের দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি ধারালো টিপছোরা ও একটি কালো রঙের পালসার মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় কোতোয়ালী থানা এলাকার লইট্টাঘাটা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
রোববার (১৪ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন।
র্যাব-৭ সূত্রে জানা গেছে, মো.ইসমাইল হোসেন ছিলেন চা দোকানদার। কোতোয়ালী থানাধীন লালদিঘীর পাড় অরুন কুমার চৌধুরী মার্কেটের পূবালী ব্যাংকের সামনে ফুটপাতে অস্থায়ী একটি চায়ের দোকান চালাতেন। গত ২৮ নভেম্বর দোকান বন্ধ করে সাইকেলসহ পায়ে হেঁটে বাসায় যাওয়ার সময় জেলা পরিষদ ভবনের বিপরীত পাশে ফাঁকা রাস্তার ওপর রাত সোয়া দুইটার দিকে মোটরসাইকেল নিয়ে অবস্থানরত অজ্ঞাতনামা ৩ জন আসামি তার ওপর হামলা করে। একপর্যায়ে আসামিরা ধারালো ছুরি দিয়ে বুকের বাম পাশে ও বাম হাতের কব্জির মাঝখানে জখম করে পালিয়ে যায়। টহলরত পুলিশ উপস্থিত লোকজনের সহায়তায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় তার স্ত্রী নাহিদা আক্তার ফারজানা বাদী হয়ে কোতোয়ালী থানায় অজ্ঞাতনামা ৩ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, গ্রেপ্তার দুজনকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
What's Your Reaction?