চিকিৎসা শেষে আবারও জেলে ফিরলেন ইমরান খান
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান চিকিৎসা শেষে পুনরায় জেলে ফিরেছেন। সম্প্রতি চোখের সমস্যা ধরা পড়ায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল। শুক্রবার (৩১ জানুয়ারি) সাবেক এই প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা নিয়ে একটি চিকিৎসা আপডেট প্রকাশ করা হয়েছে। পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের (পিআইএমএস) নির্বাহী পরিচালক রানা ইমরান সিকান্দার জানান, পূর্ণাঙ্গ পরীক্ষা-নিরীক্ষার পর ইমরান খানের চোখে একটি অস্ত্রোপচার সম্পন্ন করা হয়েছে। খবর জিউ নিউজের। রানা ইমরান সিকান্দার বলেন, ইমরান খান তার ডান চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়ার অভিযোগ জানান। বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়ে প্রচলিত চিকিৎসা বিধি মেনেই ব্যবস্থা নেওয়া হয়। তার ভাষ্য অনুযায়ী, আদিয়ালা কারাগারের ভেতরেই একজন সিনিয়র চিকিৎসক ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষা করেন। এ সময় তার শারীরিক অবস্থার সঠিক মূল্যায়নের জন্য প্রয়োজনীয় সব পরীক্ষা-নিরীক্ষাও করা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা বলেন, উন্নত চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেওয়া প্রয়োজন। সে অনুযায়ী মেডিকেল রিপোর্টের ভিত্তিত
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান চিকিৎসা শেষে পুনরায় জেলে ফিরেছেন। সম্প্রতি চোখের সমস্যা ধরা পড়ায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল।
শুক্রবার (৩১ জানুয়ারি) সাবেক এই প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা নিয়ে একটি চিকিৎসা আপডেট প্রকাশ করা হয়েছে। পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের (পিআইএমএস) নির্বাহী পরিচালক রানা ইমরান সিকান্দার জানান, পূর্ণাঙ্গ পরীক্ষা-নিরীক্ষার পর ইমরান খানের চোখে একটি অস্ত্রোপচার সম্পন্ন করা হয়েছে। খবর জিউ নিউজের।
রানা ইমরান সিকান্দার বলেন, ইমরান খান তার ডান চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়ার অভিযোগ জানান। বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়ে প্রচলিত চিকিৎসা বিধি মেনেই ব্যবস্থা নেওয়া হয়।
তার ভাষ্য অনুযায়ী, আদিয়ালা কারাগারের ভেতরেই একজন সিনিয়র চিকিৎসক ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষা করেন। এ সময় তার শারীরিক অবস্থার সঠিক মূল্যায়নের জন্য প্রয়োজনীয় সব পরীক্ষা-নিরীক্ষাও করা হয়।
পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা বলেন, উন্নত চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেওয়া প্রয়োজন। সে অনুযায়ী মেডিকেল রিপোর্টের ভিত্তিতে অস্ত্রপচার করার জন্য তাকে পিআইএমএসে স্থানান্তর করা হয়।
রানা ইমরান সিকান্দার আরও জানান, ইমরান খানের পূর্ণ সম্মতিতেই ওই অস্ত্রোপচার করা হয়েছে। প্রায় ২০ মিনিট ধরে চলা অস্ত্রোপচারটি অভিজ্ঞ চিকিৎসকদের একটি দল সম্পন্ন করেন।
চিকিৎসা শেষে ইমরান খানকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলেও নিশ্চিত করেন তিনি।
উল্লেখ্য, এই বিবৃতি এমন এক সময়ে এলো, যখন ইমরান খানের স্বাস্থ্য নিয়ে জনমনে ও রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ সৃষ্টি হয়েছে। যদিও পিআইএমএস কর্তৃপক্ষ জানিয়েছে, পেশাগত মানদণ্ড অনুসরণ করেই তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।
What's Your Reaction?