চিরনিদ্রায় ধর্মেন্দ্র

বলিউডের আকাশে আরেকটি নক্ষত্র নিভে গেল, শেষ হয়ে গেল ‘হি-ম্যান’ খ্যাত ধর্মেন্দ্রের দীপ্তিময় অধ্যায়। সোমবার (২৪ নভেম্বর) মুম্বাইয়ের নিজ বাসভবনে চিকিৎসাধীন অবস্থায় নিঃশব্দে থেমে যায় কিংবদন্তি এই অভিনেতার প্রাণ। ৮৯ বছরের জীবনের শেষ মুহূর্তে বলিউডের স্বর্ণযুগের এই নায়ক রেখে গেলেন অজস্র স্মৃতি, অসংখ্য অনুরাগীর অশ্রু আর পর্দায় অমর হয়ে থাকা চরিত্রগুলোর উপজীব্যতা। খবর ইন্ডিয়া টুডে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ধর্মেন্দ্রর মৃত্যুর খবর জানিয়ে বলিউড সিনেমার গুণী পরিচালক করন জোহর ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন। গুণী তারকার একটি ছবি পোস্ট করে এই নির্মাতা-সঞ্চালক লেখেন, ‘একটি যুগের অবসান… এক মহাতারকার প্রস্থান… মূলধারার সিনেমার এক বীরের প্রতিচ্ছবি অবিশ্বাস্য রূপবান এবং পর্দায় এক অনন্য রহস্যময় উপস্থিতি… তিনি ছিলেন এবং চিরকাল থাকবেন ভারতীয় সিনেমার এক সত্যিকারের জীবন্ত কিংবদন্তি… যিনি সিনেমার ইতিহাসের পাতায় চিরস্থায়ী হয়ে আছেন। সবচেয়ে বড় ব্যাপার অসাধারণ একজন মানুষ ছিলেন।’  শূন্যতার কথা জানিয়ে করন জোহর লেখেন, ‘আজ আমাদের ইন্ডাস্ট্রিতে বিশাল শূন্যতা তৈরি হলো। এমন এক শূন্যতা, যা কোনোদিন কোনোভাবে পূরণ হব

চিরনিদ্রায় ধর্মেন্দ্র

বলিউডের আকাশে আরেকটি নক্ষত্র নিভে গেল, শেষ হয়ে গেল ‘হি-ম্যান’ খ্যাত ধর্মেন্দ্রের দীপ্তিময় অধ্যায়। সোমবার (২৪ নভেম্বর) মুম্বাইয়ের নিজ বাসভবনে চিকিৎসাধীন অবস্থায় নিঃশব্দে থেমে যায় কিংবদন্তি এই অভিনেতার প্রাণ। ৮৯ বছরের জীবনের শেষ মুহূর্তে বলিউডের স্বর্ণযুগের এই নায়ক রেখে গেলেন অজস্র স্মৃতি, অসংখ্য অনুরাগীর অশ্রু আর পর্দায় অমর হয়ে থাকা চরিত্রগুলোর উপজীব্যতা। খবর ইন্ডিয়া টুডে

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ধর্মেন্দ্রর মৃত্যুর খবর জানিয়ে বলিউড সিনেমার গুণী পরিচালক করন জোহর ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন। গুণী তারকার একটি ছবি পোস্ট করে এই নির্মাতা-সঞ্চালক লেখেন, ‘একটি যুগের অবসান… এক মহাতারকার প্রস্থান… মূলধারার সিনেমার এক বীরের প্রতিচ্ছবি অবিশ্বাস্য রূপবান এবং পর্দায় এক অনন্য রহস্যময় উপস্থিতি… তিনি ছিলেন এবং চিরকাল থাকবেন ভারতীয় সিনেমার এক সত্যিকারের জীবন্ত কিংবদন্তি… যিনি সিনেমার ইতিহাসের পাতায় চিরস্থায়ী হয়ে আছেন। সবচেয়ে বড় ব্যাপার অসাধারণ একজন মানুষ ছিলেন।’ 

শূন্যতার কথা জানিয়ে করন জোহর লেখেন, ‘আজ আমাদের ইন্ডাস্ট্রিতে বিশাল শূন্যতা তৈরি হলো। এমন এক শূন্যতা, যা কোনোদিন কোনোভাবে পূরণ হবে না… তিনি চিরকালই আমাদের একমাত্র ধর্মজি… আমরা আপনাকে ভালোবাসি, সদয় মহাশয়… আমরা আপনাকে ভীষণ মিস করব। আজ স্বর্গ ধন্য হলো। আপনার সঙ্গে কাজ করা ছিল আমার আশীর্বাদ।

উল্লেখ্য, অনেক দিন ধরেই বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন ধর্মেন্দ্র। গত ১১ নভেম্বর তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছিল। যদিও সেই খবর সঠিক ছিল না। তারপর থেকে বাড়িতে রেখে তার চিকিৎসা চলছিল। সোমবার (২৪ নভেম্বর) ফের তার মৃত্যুর খবর নেট দুনিয়ায় চাউর হয়। মূলত, আজ এ অভিনেতার বাড়িতে অ্যাম্বুলেন্স যাওয়ার পর এই গুঞ্জনের সূচনা। তাছাড়া শোবিজ অঙ্গনের অনেকে ধর্মেন্দ্রর বাড়িতে হাজির হয়েছেন। তবে এখন পর্যন্ত এ অভিনেতার মৃত্যুর খবর নিয়ে পরিবার থেকে কিছু জানানো হয়নি।   

১৯৩৫ সালের ৮ ডিসেম্বর পাঞ্জাবের লুধিয়ানা জেলার সাহনেওয়াল গ্রামে জন্মগ্রহণ করেন ধর্মেন্দ্র কেওয়াল কৃষণ দেওল। ছোটবেলায় সিনেমার পর্দা ছিল তার কাছে জাদুর জানালা। সেই গ্রাম থেকে, কাদামাখা রাস্তায় হাঁটতে হাঁটতে স্বপ্ন দেখেছিলেন, তিনিও একদিন বড় পর্দায় আলো ছড়াবেন। ফিল্মফেয়ার ম্যাগাজিনের ‘ট্যালেন্ট কনটেস্ট’-এ জয়ী হন।

১৯৬০ সালে ‘দিল ভি তেরা হাম ভি তেরে’ সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন ধর্মেন্দ্র। প্রথম সিনেমা মুক্তির পরই  নজর কাড়েন। তবে প্রকৃত সাফল্য আসে তারও কয়েক বছর পর। বিশেষ করে ‘শোলা আউর শবনম’ (১৯৬১), ‘বন্দিনী’ (১৯৬৩), ‘ফুল আউর পাথর’ (১৯৬৬) ও ‘সত্যকাম’ (১৯৬৯) সিনেমার মাধ্যমে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow