চিলিতে জরুরি অবস্থা, সরিয়ে নেওয়া হলো ২০ হাজার বাসিন্দাকে

প্রাকৃতিক দুর্যোগের কারণে চিলিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলের নুবলে ও বিওবিও অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেন প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক। এছাড়া দাবানলের কারণে এখন পর্যন্ত প্রায় ২০ হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় প্রেসিডেন্ট বোরিক বলেন, ‘চলমান ভয়াবহ দাবানলের প্রেক্ষিতে নুবলে ও বিওবিও অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগজনিত জরুরি অবস্থা ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছি। দাবানল ঠেকাতে সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে।’ আরব নিউজ জানিয়েছে, দেশজুড়ে বর্তমানে মোট ১৯টি জায়গা দাবানলে জ্বলছে। এর মধ্যে ১২টি রাজধানী সান্তিয়াগোর দক্ষিণে অবস্থিত নুবলে ও বিওবিও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। দাবানলে সরকারি সূত্রে এখনো কোনো প্রাণহানি বা ক্ষতিগ্রস্ত বাড়িঘরের সুনির্দিষ্ট সংখ্যা জানানো হয়নি। তবে দেশটির জাতীয় দুর্যোগ প্রতিরোধ ও প্রতিক্রিয়া সংস্থার পরিচালক আলিসিয়া সেব্রিয়ান স্থানীয় গণমাধ্যমকে জানান, প্রায় ২০ হাজার মানুষকে নিরাপদ

চিলিতে জরুরি অবস্থা, সরিয়ে নেওয়া হলো ২০ হাজার বাসিন্দাকে
প্রাকৃতিক দুর্যোগের কারণে চিলিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলের নুবলে ও বিওবিও অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেন প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক। এছাড়া দাবানলের কারণে এখন পর্যন্ত প্রায় ২০ হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় প্রেসিডেন্ট বোরিক বলেন, ‘চলমান ভয়াবহ দাবানলের প্রেক্ষিতে নুবলে ও বিওবিও অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগজনিত জরুরি অবস্থা ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছি। দাবানল ঠেকাতে সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে।’ আরব নিউজ জানিয়েছে, দেশজুড়ে বর্তমানে মোট ১৯টি জায়গা দাবানলে জ্বলছে। এর মধ্যে ১২টি রাজধানী সান্তিয়াগোর দক্ষিণে অবস্থিত নুবলে ও বিওবিও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। দাবানলে সরকারি সূত্রে এখনো কোনো প্রাণহানি বা ক্ষতিগ্রস্ত বাড়িঘরের সুনির্দিষ্ট সংখ্যা জানানো হয়নি। তবে দেশটির জাতীয় দুর্যোগ প্রতিরোধ ও প্রতিক্রিয়া সংস্থার পরিচালক আলিসিয়া সেব্রিয়ান স্থানীয় গণমাধ্যমকে জানান, প্রায় ২০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তিনি বলেন, বেশিরভাগ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে বিওবিও অঞ্চলের পেনকো ও লিরকেন শহর থেকে। এই দুই শহরের মোট জনসংখ্যা প্রায় ৬০ হাজার। এদিকে স্থানীয় টেলিভিশনে সম্প্রচারিত ছবিতে দেখা গেছে, দুই শহরেই আগুন ছড়িয়ে পড়েছে। রাস্তায় পুড়ে যাওয়া গাড়ি আর চারপাশে ধোঁয়া আর ছাই পড়ে রয়েছে। উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে চিলির মধ্য ও দক্ষিণাঞ্চলে দাবানল বড় ধরনের বিপর্যয় সৃষ্টি করছে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে সান্তিয়াগোর উত্তর-পশ্চিমে ভিনা দেল মার শহরের কাছে একাধিক দাবানলে ১৩৮ জনের মৃত্যু হয় বলে জানায় দেশটির সরকারি কৌঁসুলি দপ্তর। সে সময় প্রায় ১৬ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow