চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৫ জনের ভোটার তালিকা প্রকাশ হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) আসনভিত্তিক চূড়ান্ত ভোটার সংখ্যা প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক জানান, এবারের নির্বাচনে পুরুষ ভোটারের সংখ্যা ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫১ জন এবং নারী ভোটার রয়েছেন ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৪ জন। এ ছাড়া তালিকায় ১ হাজার ১২০ জন হিজড়া ভোটার অন্তর্ভুক্ত রয়েছেন। আসনভিত্তিক ভোটার বিন্যাসের তথ্যে দেখা যায়, ৩০০টি সংসদীয় আসনের মধ্যে গাজীপুর-২ আসনে সর্বোচ্চসংখ্যক ভোটার রয়েছেন, যার পরিমাণ ৮ লাখ ৪ হাজার ৩৩৩ জন। অন্যদিকে, ঝালকাঠি-১ আসনটি সবচেয়ে কম ভোটার নিয়ে গঠিত হয়েছে, যেখানে মোট ভোটার সংখ্যা ২ লাখ ২৮ হাজার ৪৩১ জন।  ইসি সচিবালয় জানায়, প্রতিটি আসনের ভোটার সংখ্যা অনুযায়ী, ব্যালট পেপার মুদ্রণ এবং ভোটকেন্দ্র স্থাপনের প্রাথমিক কাজগুলো দ্রুত গতিতে এগিয়ে চলছে। যেহেতু ভোটারদের এবার দুটি ভিন্ন বিষয়ে ভোট দিতে হবে, তাই ভোট গ্রহণ ও গণনার ক্ষেত্রে বাড়তি সতর্কতা এবং অতিরিক্ত সময়ের প্রয়োজন হতে পারে বলে কমিশন আগেই সতর্ক করেছে।

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৫ জনের ভোটার তালিকা প্রকাশ হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) আসনভিত্তিক চূড়ান্ত ভোটার সংখ্যা প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক জানান, এবারের নির্বাচনে পুরুষ ভোটারের সংখ্যা ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫১ জন এবং নারী ভোটার রয়েছেন ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৪ জন। এ ছাড়া তালিকায় ১ হাজার ১২০ জন হিজড়া ভোটার অন্তর্ভুক্ত রয়েছেন। আসনভিত্তিক ভোটার বিন্যাসের তথ্যে দেখা যায়, ৩০০টি সংসদীয় আসনের মধ্যে গাজীপুর-২ আসনে সর্বোচ্চসংখ্যক ভোটার রয়েছেন, যার পরিমাণ ৮ লাখ ৪ হাজার ৩৩৩ জন। অন্যদিকে, ঝালকাঠি-১ আসনটি সবচেয়ে কম ভোটার নিয়ে গঠিত হয়েছে, যেখানে মোট ভোটার সংখ্যা ২ লাখ ২৮ হাজার ৪৩১ জন।  ইসি সচিবালয় জানায়, প্রতিটি আসনের ভোটার সংখ্যা অনুযায়ী, ব্যালট পেপার মুদ্রণ এবং ভোটকেন্দ্র স্থাপনের প্রাথমিক কাজগুলো দ্রুত গতিতে এগিয়ে চলছে। যেহেতু ভোটারদের এবার দুটি ভিন্ন বিষয়ে ভোট দিতে হবে, তাই ভোট গ্রহণ ও গণনার ক্ষেত্রে বাড়তি সতর্কতা এবং অতিরিক্ত সময়ের প্রয়োজন হতে পারে বলে কমিশন আগেই সতর্ক করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow