চেকপোস্টে কনস্টেবলকে কুপিয়ে জখম

ময়মনসিংহের হালুয়াঘাটে চেকপোস্ট পরিচালনার সময় এমজাজুল হক এজাজ নামে এক পুলিশ সদস্যকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে উপজেলার পাগলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফেরদৌস আলম। অভিযুক্ত যুবকের নাম লিয়ন খান (২৮)। তিনি কৈচাপুর ইউনিয়নের রহুল আমিন খানের ছেলে ও হালুয়াঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। এ ঘটনায় তার বাবা রহুল আমিন খানকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। পু্লিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে উপজেলার পাগলপাড়া এলাকায় পুলিশের নিয়মিত চেকপোস্ট চলছিল। এ সময় মোটরসাইকেলযোগে আসা লিয়ন (২৮) নামে এক যুবক পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে কনস্টেবল এজাজুল হক এজাজের ওপর অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে জখমের পর পালিয়ে যান। পরে তার মোটরসাইকেল জব্দ করা হয়। এ ঘটনায় আহত পুলিশ কনেস্টবল এজাজকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হালুয়াঘাট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, জিজ্ঞাসাবাদের জন্য লিয়নের বাবা রুহুল আমিনকে থা

চেকপোস্টে কনস্টেবলকে কুপিয়ে জখম

ময়মনসিংহের হালুয়াঘাটে চেকপোস্ট পরিচালনার সময় এমজাজুল হক এজাজ নামে এক পুলিশ সদস্যকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে উপজেলার পাগলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফেরদৌস আলম।

অভিযুক্ত যুবকের নাম লিয়ন খান (২৮)। তিনি কৈচাপুর ইউনিয়নের রহুল আমিন খানের ছেলে ও হালুয়াঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। এ ঘটনায় তার বাবা রহুল আমিন খানকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

পু্লিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে উপজেলার পাগলপাড়া এলাকায় পুলিশের নিয়মিত চেকপোস্ট চলছিল। এ সময় মোটরসাইকেলযোগে আসা লিয়ন (২৮) নামে এক যুবক পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে কনস্টেবল এজাজুল হক এজাজের ওপর অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে জখমের পর পালিয়ে যান। পরে তার মোটরসাইকেল জব্দ করা হয়। এ ঘটনায় আহত পুলিশ কনেস্টবল এজাজকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হালুয়াঘাট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, জিজ্ঞাসাবাদের জন্য লিয়নের বাবা রুহুল আমিনকে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জড়িত লিয়নকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow