চ্যাটজিপিটির সাহায্যে নকল করার সময় পরীক্ষার্থী আটক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মোবাইল ফোনে চ্যাটজিপিটি (এআই) ব্যবহার করে নকল করার সময় এক পরীক্ষার্থীকে হাতেনাতে আটক করেছেন দায়িত্বপ্রাপ্ত শিক্ষক।   সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১১টায় দ্বিতীয় শিফটের পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামের ২ নম্বর কক্ষ থেকে ওই শিক্ষার্থীকে আটক করা হয়। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়। জানা গেছে, আটক পরীক্ষার্থীর নাম সাদিয়া আমির মাহি। তিনি কক্সবাজারের চকরিয়া উপজেলার আমির হোসেন জুয়েলের মেয়ে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, পরীক্ষার্থীর আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে পেছনের সিট থেকে সামনের সিটে স্থানান্তর করা হয়। তবে সামনের সিটে বসেও তিনি মোবাইল ফোনে চ্যাটজিপিটি ব্যবহার করে অসদুপায়ে পরীক্ষায় অংশ নেন। পরে তাকে হাতেনাতে আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করা হয়। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রাশেদুল আলম বলেন, ‘আমরা সংশ্লিষ্ট অনুষদের ইউনিট প্রধানকে বিষয়টি জানিয়েছি, যাতে ওই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয়। ভবিষ্যতে তিনি যেন আর কখনো জাহাঙ্গীর

চ্যাটজিপিটির সাহায্যে নকল করার সময় পরীক্ষার্থী আটক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মোবাইল ফোনে চ্যাটজিপিটি (এআই) ব্যবহার করে নকল করার সময় এক পরীক্ষার্থীকে হাতেনাতে আটক করেছেন দায়িত্বপ্রাপ্ত শিক্ষক।
 
সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১১টায় দ্বিতীয় শিফটের পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামের ২ নম্বর কক্ষ থেকে ওই শিক্ষার্থীকে আটক করা হয়। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়।

জানা গেছে, আটক পরীক্ষার্থীর নাম সাদিয়া আমির মাহি। তিনি কক্সবাজারের চকরিয়া উপজেলার আমির হোসেন জুয়েলের মেয়ে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, পরীক্ষার্থীর আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে পেছনের সিট থেকে সামনের সিটে স্থানান্তর করা হয়। তবে সামনের সিটে বসেও তিনি মোবাইল ফোনে চ্যাটজিপিটি ব্যবহার করে অসদুপায়ে পরীক্ষায় অংশ নেন। পরে তাকে হাতেনাতে আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রাশেদুল আলম বলেন, ‘আমরা সংশ্লিষ্ট অনুষদের ইউনিট প্রধানকে বিষয়টি জানিয়েছি, যাতে ওই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয়। ভবিষ্যতে তিনি যেন আর কখনো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিতে না পারেন—সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow