চ্যাম্পিয়ন দল পেল ২ কোটি ৭৫ লাখ? তানজিদ-শরিফুলরা পেলেন কত টাকা?

শুক্রবার পর্দা নামলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের। ফাইনালে চট্টগ্রাম রয়্যালসকে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের স্বাদ পেয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। পুরো টুর্নামেন্টেই বল হাতে দুর্দান্ত পারফর্ম করে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন চট্টগ্রামের শরিফুল ইসলাম। এছাড়া ব্যক্তিগতভাবে আর কারা কোন পুরস্কার জিতেছেন, সেটা দেখে নেওয়া যাক- আসরের চ্যাম্পিয়ন হওয়া রাজশাহীর পকেটে ঢুকেছে ২ কোটি ৭৫ লাখ টাকা। অন্যদিকে, রানার-আপ চট্টগ্রাম রয়্যালস পেয়েছে ১ কোটি ৭৫ লাখ টাকা। বিপিএলের ইতিহাসে ফাইনালে তৃতীয় ব্যাটার হিসেবে সেঞ্চুরি করা তানজিদ হাসান তামিমের হাতে উঠেছে ম্যাচসেরার পুরস্কার। স্মারকের সঙ্গে ৫ লাখ টাকা পেয়েছেন রাজশাহীর এই ব্যাটার। তাসকিনের রেকর্ড ভেঙে এক আসরে সর্বোচ্চ ২৬ উইকেট নিয়ে রেকর্ড গড়েছেন শরিফুল ইসলাম। সর্বোচ্চ উইকেট নিয়ে তিনিও পেয়েছেন ৫ লাখ টাকা। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও হয়েছেন তিনি। সব মিলিয়ে শরিফুল একাই পেয়েছেন ১৫ লাখ টাকা। এবার ১০টি ক্যাচ ধরেছেন রংপুর রাইডার্সের অধিনায়ক লিটন কুমার দাস। এছাড়া আসরজুড়ে দুর্দান্ত ফিল্ডিংও করে আলাদাভাবে নজর কেড়েছেন তিনি। টুর্নামেন্টের সেরা

চ্যাম্পিয়ন দল পেল ২ কোটি ৭৫ লাখ? তানজিদ-শরিফুলরা পেলেন কত টাকা?

শুক্রবার পর্দা নামলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের। ফাইনালে চট্টগ্রাম রয়্যালসকে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের স্বাদ পেয়েছে রাজশাহী ওয়ারিয়র্স।

পুরো টুর্নামেন্টেই বল হাতে দুর্দান্ত পারফর্ম করে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন চট্টগ্রামের শরিফুল ইসলাম। এছাড়া ব্যক্তিগতভাবে আর কারা কোন পুরস্কার জিতেছেন, সেটা দেখে নেওয়া যাক-

আসরের চ্যাম্পিয়ন হওয়া রাজশাহীর পকেটে ঢুকেছে ২ কোটি ৭৫ লাখ টাকা। অন্যদিকে, রানার-আপ চট্টগ্রাম রয়্যালস পেয়েছে ১ কোটি ৭৫ লাখ টাকা।
বিপিএলের ইতিহাসে ফাইনালে তৃতীয় ব্যাটার হিসেবে সেঞ্চুরি করা তানজিদ হাসান তামিমের হাতে উঠেছে ম্যাচসেরার পুরস্কার। স্মারকের সঙ্গে ৫ লাখ টাকা পেয়েছেন রাজশাহীর এই ব্যাটার।

তাসকিনের রেকর্ড ভেঙে এক আসরে সর্বোচ্চ ২৬ উইকেট নিয়ে রেকর্ড গড়েছেন শরিফুল ইসলাম। সর্বোচ্চ উইকেট নিয়ে তিনিও পেয়েছেন ৫ লাখ টাকা। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও হয়েছেন তিনি। সব মিলিয়ে শরিফুল একাই পেয়েছেন ১৫ লাখ টাকা।

এবার ১০টি ক্যাচ ধরেছেন রংপুর রাইডার্সের অধিনায়ক লিটন কুমার দাস। এছাড়া আসরজুড়ে দুর্দান্ত ফিল্ডিংও করে আলাদাভাবে নজর কেড়েছেন তিনি। টুর্নামেন্টের সেরা ফিল্ডার নির্বাচিত হয়েছেন লিটন দাস। তার পকেটে ঢুকেছে ৩ লাখ টাকা।
উদীয়মান ক্রিকেটারের খেতাব জিতেছেন রিপন মণ্ডল। তিনিও পেয়েছেন ৩ লাখ টাকা।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow