ছাত্রদল কর্মীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

নরসিংদীতে ছাত্রদল কর্মী জাহিদুলকে (২৫) ছুরিকাঘাতে হত্যার ঘটনায় প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।  শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে র‍্যাব-১১ নরসিংদী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জনান র‍্যাব-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার ও ক্যাম্প কমান্ডার আরিফুল ইসলাম। এর আগে, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকালে র‍্যাব-১১ নরসিংদী ও র‍্যাব-১২ কুষ্টিয়ার যৌথ অভিযানে কুষ্টিয়া জেলার বটতৈল ভাদালিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো—নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার নওয়াপাড়া এলাকার নাসির উদ্দিনের ছেলে মো. রাজন (৩৭) ও তার স্ত্রী জারা (৩০)। র‍্যাব-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার ও ক্যাম্প কমান্ডার আরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকালে কুষ্টিয়া সদর এলাকায় র‍্যাব-১১ নরসিংদী ও র‍্যাব-১২ কুষ্টিয়ার দুটি টিম যৌথ অভিযান চালিয়ে ছাত্রদল কর্মী জাহিদুল ইসলামকে ছুরিকাঘাতে হত্যায় জড়িত প্রধান আসামি রাজন ও তার স্ত্রী জারাকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে তাদের মাধবদী থানায় হস্তান্তর করা হয়েছে

ছাত্রদল কর্মীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

নরসিংদীতে ছাত্রদল কর্মী জাহিদুলকে (২৫) ছুরিকাঘাতে হত্যার ঘটনায় প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 

শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে র‍্যাব-১১ নরসিংদী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জনান র‍্যাব-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার ও ক্যাম্প কমান্ডার আরিফুল ইসলাম।

এর আগে, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকালে র‍্যাব-১১ নরসিংদী ও র‍্যাব-১২ কুষ্টিয়ার যৌথ অভিযানে কুষ্টিয়া জেলার বটতৈল ভাদালিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো—নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার নওয়াপাড়া এলাকার নাসির উদ্দিনের ছেলে মো. রাজন (৩৭) ও তার স্ত্রী জারা (৩০)।

র‍্যাব-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার ও ক্যাম্প কমান্ডার আরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকালে কুষ্টিয়া সদর এলাকায় র‍্যাব-১১ নরসিংদী ও র‍্যাব-১২ কুষ্টিয়ার দুটি টিম যৌথ অভিযান চালিয়ে ছাত্রদল কর্মী জাহিদুল ইসলামকে ছুরিকাঘাতে হত্যায় জড়িত প্রধান আসামি রাজন ও তার স্ত্রী জারাকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে তাদের মাধবদী থানায় হস্তান্তর করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বাকি আসামিদের ধরতেও অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে র‍্যাব।

উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর জেলার পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের গয়েশপুর এলাকার মোশারফ হোসেন ভূইয়ার ছেলে ও ইউনিয়ন ছাত্রদল কর্মী জাহিদুল ইসলামকে বাড়ি থেকে মাধবদী থানার নওয়াপাড়া এলাকায় ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করা হয়। পরে নিহতের বাবা মোশাররফ হোসেন ভূঁইয়া বাদী হয়ে গ্রেপ্তারকৃত রাজন ও তার স্ত্রী জারাকে প্রধান আসামিসহ অজ্ঞাত আরও ৪-৫ জনের নামে মাধবদী থানায় হত্যা মামলা দায়ের করেন।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow