ছিনতাইকারীর ছুরিকাঘাতে স্টোর অফিসার নিহত
গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সিদ্দিকুর রহমান নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টায় টঙ্গী বাজার বাটা গেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সিদ্দিকুর (৫৮) বরিশালের বিমানবন্দর থানার ইসমাইল ফকিরের ছেলে। তিনি টঙ্গীর মধুমিতা রোড এলাকায় আপনের হাউজিংয়ে পরিবার নিয়ে ভাড়া থাকতেন। স্থানীয় একটি কোম্পানিতে স্টোর অফিসার হিসেবে চাকরি করতেন তিনি। জানা গেছে, ভোরে কেরানীগঞ্জের উদ্দেশে বাসা থেকে রওনা হন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাটা গেট এলাকায় বিআরটি প্রকল্পের সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় ছিনতাইকারীরা তার গতিরোধ করে। তাদের ছুরিকাঘাতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যান তিনি। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার মাহিদুল হাসান বলেন, এ নৃশংস ঘটনার সঙ্গে জড়িতদের এক বিন্দুও ছাড় দেওয়া হবে না। পুলিশ পুরো বিষয়টি তদন্ত করছে এবং অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করা হবে। টঙ্গী পূর্ব থানার ওসি ওয়াহিদুজ্জামান বলেন, তদন্ত যথাযথভাবে চলছে এবং অপরাধীদের বিরুদ্ধে মামলা করা হবে। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সিদ্দিকুর রহমান নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টায় টঙ্গী বাজার বাটা গেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সিদ্দিকুর (৫৮) বরিশালের বিমানবন্দর থানার ইসমাইল ফকিরের ছেলে। তিনি টঙ্গীর মধুমিতা রোড এলাকায় আপনের হাউজিংয়ে পরিবার নিয়ে ভাড়া থাকতেন। স্থানীয় একটি কোম্পানিতে স্টোর অফিসার হিসেবে চাকরি করতেন তিনি।
জানা গেছে, ভোরে কেরানীগঞ্জের উদ্দেশে বাসা থেকে রওনা হন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাটা গেট এলাকায় বিআরটি প্রকল্পের সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় ছিনতাইকারীরা তার গতিরোধ করে। তাদের ছুরিকাঘাতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যান তিনি।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার মাহিদুল হাসান বলেন, এ নৃশংস ঘটনার সঙ্গে জড়িতদের এক বিন্দুও ছাড় দেওয়া হবে না। পুলিশ পুরো বিষয়টি তদন্ত করছে এবং অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করা হবে।
টঙ্গী পূর্ব থানার ওসি ওয়াহিদুজ্জামান বলেন, তদন্ত যথাযথভাবে চলছে এবং অপরাধীদের বিরুদ্ধে মামলা করা হবে। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
What's Your Reaction?