ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়ের

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে জমি সংক্রান্ত বিরোধে মারামারির ঘটনায় ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেছে ৭৫ বছর বয়সী বৃদ্ধা মোমেনার। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো গ্রামে। শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও সদর আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে ওই বৃদ্ধা মারা যান।  এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ভানোর ইউনিয়নের বিশ্রামপুর আমবাগান এলাকায় মারধরের ঘটনায় আহত হন বৃদ্ধা মোমিনা। বৃদ্ধা ওই গ্রামের মৃত সৈজত আলীর স্ত্রী। বৃদ্ধার পরিবারের লোকজন ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বৃদ্ধার ছেলে ও প্রতিবেশী মৃত কলিমউদ্দিনের ছেলে জব্বার ও তার ভাই আনোয়ারের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় বৃদ্ধার ছেলে, বউমা ও নাতি একটি এনজিও থেকে লোন নিয়ে বাড়ি ফিরছিলেন।  এ সময় প্রতিবেশী মৃত কলিমউদ্দিনের ছেলে জব্বার, তার ভাই আনোয়ারসহ ৫/৬ জন তাদের পথরোধ করে মারধর করে। খবর পেয়ে বৃদ্ধা ছেলে, বউমা ও নাতিকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও মারধর করে গুরুতর আহত করে। পরে বৃদ্ধাকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পরদিন অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও সদর আধু

ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মায়ের

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে জমি সংক্রান্ত বিরোধে মারামারির ঘটনায় ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেছে ৭৫ বছর বয়সী বৃদ্ধা মোমেনার। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো গ্রামে।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও সদর আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে ওই বৃদ্ধা মারা যান। 

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ভানোর ইউনিয়নের বিশ্রামপুর আমবাগান এলাকায় মারধরের ঘটনায় আহত হন বৃদ্ধা মোমিনা। বৃদ্ধা ওই গ্রামের মৃত সৈজত আলীর স্ত্রী।

বৃদ্ধার পরিবারের লোকজন ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বৃদ্ধার ছেলে ও প্রতিবেশী মৃত কলিমউদ্দিনের ছেলে জব্বার ও তার ভাই আনোয়ারের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় বৃদ্ধার ছেলে, বউমা ও নাতি একটি এনজিও থেকে লোন নিয়ে বাড়ি ফিরছিলেন। 

এ সময় প্রতিবেশী মৃত কলিমউদ্দিনের ছেলে জব্বার, তার ভাই আনোয়ারসহ ৫/৬ জন তাদের পথরোধ করে মারধর করে। খবর পেয়ে বৃদ্ধা ছেলে, বউমা ও নাতিকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও মারধর করে গুরুতর আহত করে। পরে বৃদ্ধাকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পরদিন অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও সদর আধুনিক হাসপাতালে রেফার করে। এ সময় পথিমধ্যে বৃদ্ধা মৃত্যুর কোলে ঢলে পড়েন।

অভিযুক্তরা পলাতক থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বুলবুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow