জগৎজুড়ে আল্লাহর সৃষ্টি নিদর্শন

আল্লাহতায়ালা বলেন, ‘আমি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে থাকি পরিমাণমতো। এরপর তা আমি জমিনে সংরক্ষণ করি। আমি তা অপসারণ করতেও সক্ষম। অতঃপর আমি তা দ্বারা তোমাদের জন্য খেজুর ও আঙুরের বাগান সৃষ্টি করি। তোমাদের জন্য এতে প্রচুর ফল আছে এবং তোমরা তা থেকে আহার করে থাকো এবং ওই বৃক্ষ সৃষ্টি করেছি, যা সিনাই পর্বতে জন্মায় এবং আহারকারীদের জন্য তেল ও ব্যঞ্জন উৎপন্ন করে। তোমাদের জন্য চতুষ্পদ জন্তু-জানোয়ারের মধ্যে রয়েছে চিন্তা ও গবেষণার উপাদান। আমি তোমাদের তাদের উদরস্থিত বস্তু থেকে পান করাই। তোমাদের জন্য রয়েছে তাতে প্রচুর উপকার। তোমরা তাদের কতককে ভক্ষণ করো। তাদের পিঠে ও জলযানে তোমরা আরোহণ করে চলাফেরা করে থাক।’ (সুরা মুমিনুন: ১৮-২২) শিক্ষা ১. আল্লাহর কুদরতের নিদর্শন ছড়িয়ে আছে গোটা জগৎজুড়ে। আসমান থেকে জমিনে বৃষ্টি নেমে আসা, তা দ্বারা জমিন সিক্ত ও উর্বর হয়ে ওঠা, কিছু পানি বাষ্প হয়ে উড়ে যাওয়া এবং জমিন ফল-ফসলের সমাহারে ভরে ওঠা—সবই আল্লাহর কুদরতের প্রমাণ। ২. বিচিত্র রকমের গাছগাছালিতে আল্লাহ প্রচুর ফলমূল সৃষ্টি করেন, যাতে রয়েছে মানুষের জন্য অনেক উপকার। নিয়মিত এসব ফলমূল আহার করার মাধ্যমে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা।

আল্লাহতায়ালা বলেন, ‘আমি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে থাকি পরিমাণমতো। এরপর তা আমি জমিনে সংরক্ষণ করি। আমি তা অপসারণ করতেও সক্ষম। অতঃপর আমি তা দ্বারা তোমাদের জন্য খেজুর ও আঙুরের বাগান সৃষ্টি করি। তোমাদের জন্য এতে প্রচুর ফল আছে এবং তোমরা তা থেকে আহার করে থাকো এবং ওই বৃক্ষ সৃষ্টি করেছি, যা সিনাই পর্বতে জন্মায় এবং আহারকারীদের জন্য তেল ও ব্যঞ্জন উৎপন্ন করে। তোমাদের জন্য চতুষ্পদ জন্তু-জানোয়ারের মধ্যে রয়েছে চিন্তা ও গবেষণার উপাদান। আমি তোমাদের তাদের উদরস্থিত বস্তু থেকে পান করাই। তোমাদের জন্য রয়েছে তাতে প্রচুর উপকার। তোমরা তাদের কতককে ভক্ষণ করো। তাদের পিঠে ও জলযানে তোমরা আরোহণ করে চলাফেরা করে থাক।’ (সুরা মুমিনুন: ১৮-২২)

শিক্ষা

১. আল্লাহর কুদরতের নিদর্শন ছড়িয়ে আছে গোটা জগৎজুড়ে। আসমান থেকে জমিনে বৃষ্টি নেমে আসা, তা দ্বারা জমিন সিক্ত ও উর্বর হয়ে ওঠা, কিছু পানি বাষ্প হয়ে উড়ে যাওয়া এবং জমিন ফল-ফসলের সমাহারে ভরে ওঠা—সবই আল্লাহর কুদরতের প্রমাণ।

২. বিচিত্র রকমের গাছগাছালিতে আল্লাহ প্রচুর ফলমূল সৃষ্টি করেন, যাতে রয়েছে মানুষের জন্য অনেক উপকার। নিয়মিত এসব ফলমূল আহার করার মাধ্যমে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা।

৩. মিশরে অবস্থিত সিনাই পর্বত বিশেষ বরকতপূর্ণ স্থান। আল্লাহ সেখানে বিশেষ ধরনের গাছগাছালি সৃষ্টি করেছেন। জাইতুন সিনাই পর্বতের বিশেষ দান। এর ফল ও তেল উভয়ই মানুষের জন্য বিশেষ উপকারী।

৪. আরও রয়েছে বিচিত্র ধরনের পশু-পাখি। এদের উদরের দুধ, শরীরের মাংস, চামড়া—সবই মানুষের জন্য উপকারী। আল্লাহ এসব নিয়ে মানুষকে চিন্তা ও গবেষণা করতে বলেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow