জজের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ, শহরজুড়ে আতঙ্ক
মানিকগঞ্জ শহরে জজের বাসভবন ও আইনজীবী সমিতি ভবনের সামনে ককটেলের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে প্রথমে ২ নম্বর আইনজীবী সমিতি ভবনের সামনে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
এর আড়াই ঘণ্টা পর রাত সাড়ে ৭টার দিকে আইনজীবী ভবনের পশ্চিমে কিছুটা দূরে জেলা জজের বাসভবনের গেটের সামনে ফের ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রচণ্ড শব্দে আড়াই ঘণ্টার ব্যবধানে শহরে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এ সময় ঘটনাস্থল ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। সড়কে চলাচলরত যানবাহন ও মানুষজন থমকে যায়।
মানিকগঞ্জ সদর থানার ওসি ইকরাম হোসেন কালবেলাকে বলেন, আড়াই ঘণ্টার ব্যবধানে জেলা শহরে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মানিকগঞ্জ শহরে জজের বাসভবন ও আইনজীবী সমিতি ভবনের সামনে ককটেলের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে প্রথমে ২ নম্বর আইনজীবী সমিতি ভবনের সামনে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
এর আড়াই ঘণ্টা পর রাত সাড়ে ৭টার দিকে আইনজীবী ভবনের পশ্চিমে কিছুটা দূরে জেলা জজের বাসভবনের গেটের সামনে ফের ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রচণ্ড শব্দে আড়াই ঘণ্টার ব্যবধানে শহরে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এ সময় ঘটনাস্থল ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। সড়কে চলাচলরত যানবাহন ও মানুষজন থমকে যায়।
মানিকগঞ্জ সদর থানার ওসি ইকরাম হোসেন কালবেলাকে বলেন, আড়াই ঘণ্টার ব্যবধানে জেলা শহরে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।