জনগণের আমানত মনে করে সেতুর কাজ করতে হবে : উপদেষ্টা সাখাওয়াত
বরিশালের বাবুগঞ্জ-মুলাদী-হিজলা উপজেলার আঞ্চলিক সড়কের আঁড়িয়াল খাঁ নদের ওপর দীর্ঘ প্রতীক্ষার মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) সড়ক ও সেতু উপদেষ্টা ফাওজুল কবির খান ফলক উন্মোচনের মধ্য দিয়ে ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। এ সময় নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন। উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, এ সেতু নির্মাণ হলে এ অঞ্চলের মানুষ উপকৃত হবে। সেতু নির্মাণে যাতে পুকুরচুরি, নদী চুরি না হয় সেদিকে স্থানীয়দের নজরদারি রাখাতে হবে। জনগণের আমানত মনে করে সেতুর কাজ করতে হবে। মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান অতিথি, সড়ক জনপদ ও সেতু উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, আগামী নির্বাচনে যেই বিজয়ী হোক না কেন, জাতি হিসেবে আমরা তাদের পাশে দাঁড়াব। আমাদের একটিই কথা— নির্বাচন যেন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। আগের মতো কেউ যাতে ভোটকেন্দ্র দখল না করে। এখন নির্বাচনের বিষয়টি সম্পূর্ণ দেখবে নির্বাচন কমিশন। সেতু প্রসঙ্গে তিনি বলেন, বিভিন্ন কোন্দলের কারণে সেতু
বরিশালের বাবুগঞ্জ-মুলাদী-হিজলা উপজেলার আঞ্চলিক সড়কের আঁড়িয়াল খাঁ নদের ওপর দীর্ঘ প্রতীক্ষার মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।
রোববার (৭ ডিসেম্বর) সড়ক ও সেতু উপদেষ্টা ফাওজুল কবির খান ফলক উন্মোচনের মধ্য দিয়ে ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। এ সময় নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন।
উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, এ সেতু নির্মাণ হলে এ অঞ্চলের মানুষ উপকৃত হবে। সেতু নির্মাণে যাতে পুকুরচুরি, নদী চুরি না হয় সেদিকে স্থানীয়দের নজরদারি রাখাতে হবে। জনগণের আমানত মনে করে সেতুর কাজ করতে হবে।
মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান অতিথি, সড়ক জনপদ ও সেতু উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, আগামী নির্বাচনে যেই বিজয়ী হোক না কেন, জাতি হিসেবে আমরা তাদের পাশে দাঁড়াব। আমাদের একটিই কথা— নির্বাচন যেন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। আগের মতো কেউ যাতে ভোটকেন্দ্র দখল না করে। এখন নির্বাচনের বিষয়টি সম্পূর্ণ দেখবে নির্বাচন কমিশন।
সেতু প্রসঙ্গে তিনি বলেন, বিভিন্ন কোন্দলের কারণে সেতু বাস্তবায়ন দেরিতে হয়েছে। যার কারণে সেতুর বাস্তবায়ন ব্যয়ও বৃদ্ধি পায়। এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করে বলেন, এই সেতুর মাধ্যমে অর্থনীতির পুনর্জাগরণ ঘটবে, মানুষের মধ্যে সৌহার্দ্য বাড়বে, শিল্প কারখানা ও কৃষির বিকাশ ঘটবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বরিশালের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান, জেলা প্রশাসক খায়রুল ইসলাম সুমনসহ সড়ক ও জনপদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বরিশালের বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জে বাবুগঞ্জ-মুলাদী ও হিজলা উপজেলা মানুষের প্রাণের দাবি ছিল সেতু নির্মাণ, যা বাস্তবে রূপ নিতে যাচ্ছে।
What's Your Reaction?