জনগণের ভালোবাসা আর বিশ্বাসই আমার সবচেয়ে বড় পুঁজি : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনে দলটির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি আবেগঘন বার্তা দিয়েছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জীবনের দীর্ঘ রাজনৈতিক পথচলা ও মানুষের প্রতি দায়বদ্ধতার কথা তুলে ধরেন। পোস্টে মির্জা ফখরুল লেখেন, ‘ব্যক্তিগত চাওয়া-পাওয়ার ঊর্ধ্বে উঠে সারাজীবন মানুষের অধিকারের কথা বলার চেষ্টা করেছি। আজ ফিরে তাকালে দেখি, আপনাদের ভালোবাসা আর বিশ্বাসই আমার ঝোলায় জমা হওয়া সবচেয়ে বড় পুঁজি।’ তিনি আরও লেখেন, মানুষের এই বিশ্বাস ও ভালোবাসা তার কাছে এক ধরনের আমানত, যা রক্ষা করাই তার জীবনের শেষ লক্ষ্য। সঙ্গে থাকুন, আমরা লক্ষ্যে পৌঁছাব। ধারণা করা হচ্ছে, নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও-১ আসনের ভোটারদের উদ্দেশেই এই বার্তাটি  দিয়েছেন মির্জা ফখরুল।

জনগণের ভালোবাসা আর বিশ্বাসই আমার সবচেয়ে বড় পুঁজি : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনে দলটির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি আবেগঘন বার্তা দিয়েছেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জীবনের দীর্ঘ রাজনৈতিক পথচলা ও মানুষের প্রতি দায়বদ্ধতার কথা তুলে ধরেন।

পোস্টে মির্জা ফখরুল লেখেন, ‘ব্যক্তিগত চাওয়া-পাওয়ার ঊর্ধ্বে উঠে সারাজীবন মানুষের অধিকারের কথা বলার চেষ্টা করেছি। আজ ফিরে তাকালে দেখি, আপনাদের ভালোবাসা আর বিশ্বাসই আমার ঝোলায় জমা হওয়া সবচেয়ে বড় পুঁজি।’

তিনি আরও লেখেন, মানুষের এই বিশ্বাস ও ভালোবাসা তার কাছে এক ধরনের আমানত, যা রক্ষা করাই তার জীবনের শেষ লক্ষ্য। সঙ্গে থাকুন, আমরা লক্ষ্যে পৌঁছাব।

ধারণা করা হচ্ছে, নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও-১ আসনের ভোটারদের উদ্দেশেই এই বার্তাটি  দিয়েছেন মির্জা ফখরুল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow