জনগণ বিএনপির ওপর আস্থা রাখার সিদ্ধান্ত নিয়েছে: নজরুল খান
জনগণ বিএনপির ওপর আস্থা রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে ধানের শীষের সমর্থনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পদযাত্রা শেষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে তিনি এই মন্তব্য করেন। নজরুল ইসলাম খান বলেন, “জনগণ বিএনপির ওপর আস্থা রাখার সিদ্ধান্ত নিয়েছে। তারেক রহমানের সমাবেশে লাখ লাখ মানুষের উপস্থিতিই তার প্রমাণ। যারা নির্বাচন পিছিয়ে দিতে ব্যর্থ হয়েছে, তারাই এখন অপপ্রচার চালাচ্ছে।”