জবি সাংবাদিকতা বিভাগের সরস্বতী পূজার ব্যতিক্রমী থিম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এবারের সরস্বতী পূজায় সাম্প্রতিক সময়ে দেশের গণমাধ্যম প্রতিষ্ঠানের ওপর সংঘটিত হামলা ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদ তুলে ধরা হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবনের নিচে আয়োজিত এই পূজার মূল থিম হিসেবে রাখা হয়েছে গণমাধ্যমের ওপর মব ভায়োলেন্স ও অগ্নিসংযোগের বিরুদ্ধে প্রতিবাদ। পূজামণ্ডপের বেদির পেছনে প্রতীকীভাবে দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের আগুনে পোড়া অফিস ভবনের ছবি প্রদর্শন করা হয়। পূজার অন্যতম আয়োজক ও বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী উপমা মণ্ডল বলেন, আমরা বিদ্যা, সৃজনশীলতা ও প্রেরণার দেবীর আরাধনা করছি একটি সমৃদ্ধ শিক্ষাজীবনের প্রত্যাশায়। সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হিসেবে গণমাধ্যমের ওপর বর্বর হামলার প্রতিবাদ জানানো আমাদের দায়িত্ব। গণমাধ্যম স্বাধীন না হলে কোনো দেশের গণতন্ত্র টেকসই হতে পারে না। বিভাগের আরেক শিক্ষার্থী জয় দাস বলেন, আমাদের বিভাগের সরস্বতী পূজার মণ্ডপের থিম প্রতিবছরই ভিন্ন হয়। এবার আমরা সাম্প্রতিক সময়ে গণমাধ্যমের ওপর যে সহিংসতা হয়েছে, সেটিই তুলে ধরতে চেয়েছি। আমরা মব সহিংসতা ও গণমাধ্যমের স্বা

জবি সাংবাদিকতা বিভাগের সরস্বতী পূজার ব্যতিক্রমী থিম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এবারের সরস্বতী পূজায় সাম্প্রতিক সময়ে দেশের গণমাধ্যম প্রতিষ্ঠানের ওপর সংঘটিত হামলা ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদ তুলে ধরা হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবনের নিচে আয়োজিত এই পূজার মূল থিম হিসেবে রাখা হয়েছে গণমাধ্যমের ওপর মব ভায়োলেন্স ও অগ্নিসংযোগের বিরুদ্ধে প্রতিবাদ। পূজামণ্ডপের বেদির পেছনে প্রতীকীভাবে দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের আগুনে পোড়া অফিস ভবনের ছবি প্রদর্শন করা হয়। পূজার অন্যতম আয়োজক ও বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী উপমা মণ্ডল বলেন, আমরা বিদ্যা, সৃজনশীলতা ও প্রেরণার দেবীর আরাধনা করছি একটি সমৃদ্ধ শিক্ষাজীবনের প্রত্যাশায়। সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হিসেবে গণমাধ্যমের ওপর বর্বর হামলার প্রতিবাদ জানানো আমাদের দায়িত্ব। গণমাধ্যম স্বাধীন না হলে কোনো দেশের গণতন্ত্র টেকসই হতে পারে না। বিভাগের আরেক শিক্ষার্থী জয় দাস বলেন, আমাদের বিভাগের সরস্বতী পূজার মণ্ডপের থিম প্রতিবছরই ভিন্ন হয়। এবার আমরা সাম্প্রতিক সময়ে গণমাধ্যমের ওপর যে সহিংসতা হয়েছে, সেটিই তুলে ধরতে চেয়েছি। আমরা মব সহিংসতা ও গণমাধ্যমের স্বাধীনতার বিষয়টি গুরুত্ব দিয়ে উপস্থাপন করেছি। পূজা উদযাপন কমিটির তথ্যমতে, এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৩৬টি বিভাগ, দুটি ইনস্টিটিউট ও একটি হলসহ মোট ৩৯টি মণ্ডপে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। পূজা কমিটির সভাপতি রবীন্দ্রনাথ মণ্ডল বলেন, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের অংশগ্রহণে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে পূজা উদযাপিত হয়েছে। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ ব্যতিক্রমধর্মী থিমের মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে। দেশের নাগরিক হিসেবে আমরা চাই গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হোক এবং সব ধরনের মব সহিংসতা বন্ধ হোক। শাস্ত্রীয় বিধান অনুযায়ী প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বিদ্যা, কলা ও সংগীতের দেবী সরস্বতীর পূজা অনুষ্ঠিত হয়। দেবীর আবাহনের মধ্য দিয়ে পূজা শুরু হয়ে পুষ্পাঞ্জলি ও প্রসাদ বিতরণের মাধ্যমে শেষ হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow