জাতীয় সংগীত আমাদের স্বাধীনতার স্পন্দন : নুরুদ্দিন অপু

দেশপ্রেম জাগ্রত করার লক্ষ্যেই সকালবেলায় রামভদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মুখরিত হয় জাতীয় সংগীতের সুর। শিক্ষার্থীদের সঙ্গে একাত্ম হয়ে জাতীয় সংগীত গেয়ে সবাইকে মুগ্ধ করেন শরীয়তপুর-৩ (ডামুড্যা, ভেদরগঞ্জ ও গোসাইরহাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি। ঠিক সেই সময় বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হচ্ছিল শিক্ষক-শিক্ষার্থীসহ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে জাতীয় পতাকা উত্তোলনের সঙ্গে গেয়ে ওঠে—‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।’ তাদের সঙ্গে কণ্ঠ মেলান মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, যা বিদ্যালয় প্রাঙ্গণে তৈরি করে অনুপ্রেরণার এক বিশেষ মুহূর্ত। জাতীয় সংগীত শেষে শিক্ষার্থীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্যে নুরুদ্দিন অপু বলেন, আমাদের জাতীয় সংগীত শুধু একটি গান নয়—এটি আমাদের স্বাধীনতার স্পন্দন, আমাদের গর্বের প্রতীক। ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, তরুণ প্রজন্মই আগামী বাংলাদেশের নেতৃত্ব

জাতীয় সংগীত আমাদের স্বাধীনতার স্পন্দন : নুরুদ্দিন অপু

দেশপ্রেম জাগ্রত করার লক্ষ্যেই সকালবেলায় রামভদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মুখরিত হয় জাতীয় সংগীতের সুর। শিক্ষার্থীদের সঙ্গে একাত্ম হয়ে জাতীয় সংগীত গেয়ে সবাইকে মুগ্ধ করেন শরীয়তপুর-৩ (ডামুড্যা, ভেদরগঞ্জ ও গোসাইরহাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি। ঠিক সেই সময় বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হচ্ছিল শিক্ষক-শিক্ষার্থীসহ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে জাতীয় পতাকা উত্তোলনের সঙ্গে গেয়ে ওঠে—‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।’ তাদের সঙ্গে কণ্ঠ মেলান মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, যা বিদ্যালয় প্রাঙ্গণে তৈরি করে অনুপ্রেরণার এক বিশেষ মুহূর্ত।

জাতীয় সংগীত শেষে শিক্ষার্থীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্যে নুরুদ্দিন অপু বলেন, আমাদের জাতীয় সংগীত শুধু একটি গান নয়—এটি আমাদের স্বাধীনতার স্পন্দন, আমাদের গর্বের প্রতীক। ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, তরুণ প্রজন্মই আগামী বাংলাদেশের নেতৃত্ব দেবে। তাই তাদের মধ্যে ইতিবাচক মানসিকতা, দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতা গড়ে তোলাই এখন সময়ের দাবি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজল হাওলাদার বলেন, আজকে শিক্ষার্থীদের মনে গভীর দেশপ্রেমের বীজ বপন করেছে। সকালে জাতীয় সংগীতের সময় শিক্ষার্থীদের মুখে যে উচ্ছ্বাস দেখেছি, তা আমাদের জন্য অনুপ্রেরণার।

বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা জানান, মিয়া নুরুদ্দিন আহামেদ অপু প্রায়ই শিক্ষাপ্রতিষ্ঠানের পাশ দিয়ে যাচ্ছিলেন, স্কুলের মাঠে শিক্ষার্থীদের দেখে তাদের সঙ্গে সময় কাটান, তাদের উৎসাহ দেন এবং পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানোর কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় নেতারা, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার তরুণ সমাজের প্রতিনিধিরা। জাতীয় সংগীত শেষে শিক্ষার্থীদের সঙ্গে কিছু সময় আলাপ করেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু এবং তাদের পাঠদানে মনোযোগী হতে অনুপ্রাণিত করেন।

বিদ্যালয় প্রাঙ্গণজুড়ে এমন প্রাণবন্ত দৃশ্য যেন নতুনভাবে জাগিয়ে তোলে দেশপ্রেমের শপথ, ‘আমরা সবাই এক, আমরা বাঙালি।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow