জাতীয় নির্বাচনে সাদিক কায়েম অংশ নেবেন কি না জানাল শিবির

আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম ঢাকা-৮ আসন থেকে দাঁড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে গুজব ছড়ানোর পর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তাদের সিদ্ধান্ত জানিয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) রাত ৯টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজ ভেরিফায়েড আইডিতে একটি স্ট্যাটাস দেন সংগঠনটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ। ফেসবুক পোস্টে কেন্দ্রীয় প্রচার সম্পাদক বলেন, ‘সাদিক কায়েম ঢাকা-৮ থেকে নির্বাচন করছেন। এমন খবরের সত্যতা যাচাই করতে অনেকেই নক দিচ্ছেন। ইতিমধ্যে দু-একজন সাংবাদিক এই ইস্যুতে ফেসবুকে পোস্টও করেছেন। ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি দুই দিন আগে মিডিয়াতে এ বিষয়ে স্পষ্ট বক্তব্য দিয়েছেন।’  তিনি বলেন, ‘আমরা আবারও বলছি, এখন পর্যন্ত ছাত্রশিবিরের কোনো জনশক্তিকে আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করানোর সিদ্ধান্ত গৃহীত হয়নি। কেন্দ্রীয় সংগঠন নির্বাচন সংশ্লিষ্ট কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে আমরা অফিশিয়ালি জানিয়ে দেবব, ইনশাআল্লাহ।

জাতীয় নির্বাচনে সাদিক কায়েম অংশ নেবেন কি না জানাল শিবির

আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম ঢাকা-৮ আসন থেকে দাঁড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে গুজব ছড়ানোর পর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তাদের সিদ্ধান্ত জানিয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) রাত ৯টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজ ভেরিফায়েড আইডিতে একটি স্ট্যাটাস দেন সংগঠনটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ।

ফেসবুক পোস্টে কেন্দ্রীয় প্রচার সম্পাদক বলেন, ‘সাদিক কায়েম ঢাকা-৮ থেকে নির্বাচন করছেন। এমন খবরের সত্যতা যাচাই করতে অনেকেই নক দিচ্ছেন। ইতিমধ্যে দু-একজন সাংবাদিক এই ইস্যুতে ফেসবুকে পোস্টও করেছেন। ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি দুই দিন আগে মিডিয়াতে এ বিষয়ে স্পষ্ট বক্তব্য দিয়েছেন।’ 

তিনি বলেন, ‘আমরা আবারও বলছি, এখন পর্যন্ত ছাত্রশিবিরের কোনো জনশক্তিকে আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করানোর সিদ্ধান্ত গৃহীত হয়নি। কেন্দ্রীয় সংগঠন নির্বাচন সংশ্লিষ্ট কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে আমরা অফিশিয়ালি জানিয়ে দেবব, ইনশাআল্লাহ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow