জাবিতে ২০ বোতল মদসহ শিক্ষার্থী আটক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হল থেকে ২০ বোতল বিদেশি মদসহ এক শিক্ষার্থীকে আটক করেছে হল প্রশাসন। রোববার রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের ৭২৩ নং কক্ষ থেকে তাকে আটক করে হল কর্তৃপক্ষ। আটককৃত ফজলে আজওয়াদ বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি মীর মশাররফ হোসেন হলের আবাসিক শিক্ষার্থী হলেও কাজী নজরুল হলে নিয়মবহির্ভূতভাবে অবস্থান করতেন। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হল সংসদের প্রতিনিধিদের সাথে নিয়ে কক্ষটিতে অভিযানে যায় হল প্রশাসন। সেখানে যেয়ে তল্লাশি চালিয়ে ২০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ বিষয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুর রাজ্জাক বলেন, ওই শিক্ষার্থী আমাদের হলের বৈধ শিক্ষার্থী না হওয়ায় আমরা বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে হস্তান্তর করবো। বিশ্ববিদ্যালয় প্রশাসন বিদ্যমান আচরণবিধি অনুযায়ী ব্যবস্থা নেবেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হল থেকে ২০ বোতল বিদেশি মদসহ এক শিক্ষার্থীকে আটক করেছে হল প্রশাসন।
রোববার রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের ৭২৩ নং কক্ষ থেকে তাকে আটক করে হল কর্তৃপক্ষ।
আটককৃত ফজলে আজওয়াদ বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি মীর মশাররফ হোসেন হলের আবাসিক শিক্ষার্থী হলেও কাজী নজরুল হলে নিয়মবহির্ভূতভাবে অবস্থান করতেন।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হল সংসদের প্রতিনিধিদের সাথে নিয়ে কক্ষটিতে অভিযানে যায় হল প্রশাসন। সেখানে যেয়ে তল্লাশি চালিয়ে ২০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
এ বিষয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুর রাজ্জাক বলেন, ওই শিক্ষার্থী আমাদের হলের বৈধ শিক্ষার্থী না হওয়ায় আমরা বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে হস্তান্তর করবো। বিশ্ববিদ্যালয় প্রশাসন বিদ্যমান আচরণবিধি অনুযায়ী ব্যবস্থা নেবেন।
What's Your Reaction?