জামায়াতকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন এলডিপির প্রার্থী

ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) আসনে ১১ দলীয় জোটের লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থী মোকফার উদ্দিন চৌধুরী জামায়াতের প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়িয়েছেন। রোববার (২৫ জানুয়ারি) দুপুরে কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন মোকফার উদ্দিন চৌধুরী। তিনি বলেন, আমরা ১১ দলীয় জোট। নিজেদের মধ্যে এমন অবস্থানে থাকতে চাই না, যাতে বিপরীত প্রার্থী সুযোগ পেয়ে যান। আমাদের দলের সভাপতি আজ দুপুরে ভোলা প্রেস ক্লাবে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টির আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। তিনি আরও বলেন, আনুষ্ঠানিক ঘোষণার পর আমি জামায়াতের প্রার্থীর সঙ্গে নির্বাচনী প্রচারণায়ও যোগ দেব। এর আগে সকালে জামায়াতের প্রার্থী মাওলানা ফজলুল করিমের মায়ের মৃত্যুতে তিনি মুঠোফোনে কল দিয়ে সমবেদনা জানান। একই সঙ্গে তিনি মাঠের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ফজলুল করিমকে সমর্থন দেবেন বলেও নিশ্চিত করেন।

জামায়াতকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন এলডিপির প্রার্থী
ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) আসনে ১১ দলীয় জোটের লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থী মোকফার উদ্দিন চৌধুরী জামায়াতের প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়িয়েছেন। রোববার (২৫ জানুয়ারি) দুপুরে কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন মোকফার উদ্দিন চৌধুরী। তিনি বলেন, আমরা ১১ দলীয় জোট। নিজেদের মধ্যে এমন অবস্থানে থাকতে চাই না, যাতে বিপরীত প্রার্থী সুযোগ পেয়ে যান। আমাদের দলের সভাপতি আজ দুপুরে ভোলা প্রেস ক্লাবে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টির আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। তিনি আরও বলেন, আনুষ্ঠানিক ঘোষণার পর আমি জামায়াতের প্রার্থীর সঙ্গে নির্বাচনী প্রচারণায়ও যোগ দেব। এর আগে সকালে জামায়াতের প্রার্থী মাওলানা ফজলুল করিমের মায়ের মৃত্যুতে তিনি মুঠোফোনে কল দিয়ে সমবেদনা জানান। একই সঙ্গে তিনি মাঠের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ফজলুল করিমকে সমর্থন দেবেন বলেও নিশ্চিত করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow