জামায়াতের মহিলা সমাবেশ স্থগিত

ঢাকা মহানগরের মহিলা সমাবেশ স্থগিত করেছে জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নিতে গিয়ে সারা দেশে নারী নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে এ সমাবেশ ডাকা হয়েছিল। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেল ৫টার দিকে দলটির মহিলা শাখার ফেসবুক পেজে এক বার্তার মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়। পোস্টে বলা হয়, অনিবার্য কারণবশত মহিলা সমাবেশটি স্থগিত করা হলো। এর আগে মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আগামী ৩১ জানুয়ারি (শনিবার) সকাল সাড়ে ১০টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই প্রতিবাদ সমাবেশের ডাক দেওয়া হয়েছিল। মূলত সারা দেশে নির্বাচনী প্রচারে জামায়াতের মহিলা বিভাগের নেতাকর্মীদের ওপর ‘বিএনপির হামলা, হেনস্তা ও ভয়ভীতি’ প্রদর্শনের প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করার কথা ছিল। এ বিষয়ে সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘জামায়াতে ইসলামীর ইতিহাসে এই প্রথমবারের মতো নারী সংগঠনের নেতাকর্মীরা বাধ্য হয়ে প্রকাশ্যে প্রতিবাদ সমাবেশের আয়োজন করছেন।’  তিনি অভিযোগ তিনি বলেন, ‘নির্বাচনী ম

জামায়াতের মহিলা সমাবেশ স্থগিত

ঢাকা মহানগরের মহিলা সমাবেশ স্থগিত করেছে জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নিতে গিয়ে সারা দেশে নারী নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে এ সমাবেশ ডাকা হয়েছিল।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেল ৫টার দিকে দলটির মহিলা শাখার ফেসবুক পেজে এক বার্তার মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়।

পোস্টে বলা হয়, অনিবার্য কারণবশত মহিলা সমাবেশটি স্থগিত করা হলো।

এর আগে মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আগামী ৩১ জানুয়ারি (শনিবার) সকাল সাড়ে ১০টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই প্রতিবাদ সমাবেশের ডাক দেওয়া হয়েছিল। মূলত সারা দেশে নির্বাচনী প্রচারে জামায়াতের মহিলা বিভাগের নেতাকর্মীদের ওপর ‘বিএনপির হামলা, হেনস্তা ও ভয়ভীতি’ প্রদর্শনের প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করার কথা ছিল।

এ বিষয়ে সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘জামায়াতে ইসলামীর ইতিহাসে এই প্রথমবারের মতো নারী সংগঠনের নেতাকর্মীরা বাধ্য হয়ে প্রকাশ্যে প্রতিবাদ সমাবেশের আয়োজন করছেন।’ 

তিনি অভিযোগ তিনি বলেন, ‘নির্বাচনী মাঠ থেকে নারীদের সরিয়ে দিতে পরিকল্পিতভাবে হামলা ও হেনস্তা করা হচ্ছে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow