জামায়াতের সঙ্গে আরও একটি দল আসবে, হবে ১১ দলীয় জোট

জামায়াতে ইসলামীর ১০ দলীয় জোটের সঙ্গে আরও একটি রাজনৈতিক দল যুক্ত হবে বলে জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। তবে দলটির নাম পরে জানাবেন বলে জানান তিনি। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে আগারগাওয়ে ইটিআই ভবনে আঞ্চলিক নির্বাচনি কর্মকর্তা মো. ইউনূচ আলীর কাছে দলীয় আমির ও ঢাকা-১৫ আসনের প্রার্থী ডা. শফিকুর রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়ে তিনি এসব তথ্য জানান। আরও পড়ুনঅনেকেই আসতে চান, এ মুহূর্তে সবাইকে জায়গা দেওয়া কঠিন: জামায়াত আমিরঢাকা-১৫ আসনে জামায়াত আমিরের মনোনয়নপত্র জমা মাওলানা আবদুল হালিম বলেন, গতকাল দুটি দল যুক্ত হওয়ায় ১০ দলীয় জোট হয়। আরও একটি দলের সঙ্গে আলোচনা হচ্ছে। আর ঢাকা-১৩ আসন খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হককে দেওয়া হয়েছে। এসময় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুয়াবের, কেন্দ্রীয় নেতা মোবারক হোসেন, ঢাকা উত্তরের নায়েবে আমির আবদুর রহমান মুসাসহ অন্যরা উপস্থিত ছিলেন। এমওএস/ইএ/এমএস

জামায়াতের সঙ্গে আরও একটি দল আসবে, হবে ১১ দলীয় জোট

জামায়াতে ইসলামীর ১০ দলীয় জোটের সঙ্গে আরও একটি রাজনৈতিক দল যুক্ত হবে বলে জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। তবে দলটির নাম পরে জানাবেন বলে জানান তিনি।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে আগারগাওয়ে ইটিআই ভবনে আঞ্চলিক নির্বাচনি কর্মকর্তা মো. ইউনূচ আলীর কাছে দলীয় আমির ও ঢাকা-১৫ আসনের প্রার্থী ডা. শফিকুর রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়ে তিনি এসব তথ্য জানান।

আরও পড়ুন
অনেকেই আসতে চান, এ মুহূর্তে সবাইকে জায়গা দেওয়া কঠিন: জামায়াত আমির
ঢাকা-১৫ আসনে জামায়াত আমিরের মনোনয়নপত্র জমা

মাওলানা আবদুল হালিম বলেন, গতকাল দুটি দল যুক্ত হওয়ায় ১০ দলীয় জোট হয়। আরও একটি দলের সঙ্গে আলোচনা হচ্ছে। আর ঢাকা-১৩ আসন খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হককে দেওয়া হয়েছে।

এসময় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুয়াবের, কেন্দ্রীয় নেতা মোবারক হোসেন, ঢাকা উত্তরের নায়েবে আমির আবদুর রহমান মুসাসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এমওএস/ইএ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow