জামায়াত জোটের চূড়ান্ত আসন ঘোষণা, কে কত পেল
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী সমঝোতায় যুক্ত দলগুলোর সংবাদ সম্মেলনে অংশ নেননি ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা। মঞ্চে জামায়াত আমিরের পাশে চেয়ারের ব্যবস্থা থাকলেও সেখানে উপস্থিত ছিলেন না চরমোনাই পীর। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ৮টায় সংবাদ সম্মেলন শুরু হওয়ার কথা থাকলেও ইসলামী আন্দোলনের নেতারা অংশ না নেওয়ায় তা বিলম্বিত হয়। বিষয়টি নিশ্চিত করে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ জানান, আজকের সংবাদ সম্মেলনে তারা যোগ দিচ্ছেন না। জোটে থাকার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামীকাল জানানো হবে। এদিকে নির্বাচনী সমঝোতা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করতে আগামীকাল আলাদা সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার বিকেল ৩টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এদিকে রাত সাড়ে ৯টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এ বন্টনের তথ্য জানান জামায়াতের সহকারী সেক্রেটারি সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি জানান, সমঝোতায় জামায়াতে ইসলামী ১৭৯, এনসিপি ৩০, বাংলাদেশ খেলাফত মজলিস ২০, খেলাফতে মজলিস ১০, নেজামী ইসলামী ২, এলডিপি ৭, এবি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী সমঝোতায় যুক্ত দলগুলোর সংবাদ সম্মেলনে অংশ নেননি ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা। মঞ্চে জামায়াত আমিরের পাশে চেয়ারের ব্যবস্থা থাকলেও সেখানে উপস্থিত ছিলেন না চরমোনাই পীর।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ৮টায় সংবাদ সম্মেলন শুরু হওয়ার কথা থাকলেও ইসলামী আন্দোলনের নেতারা অংশ না নেওয়ায় তা বিলম্বিত হয়।
বিষয়টি নিশ্চিত করে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ জানান, আজকের সংবাদ সম্মেলনে তারা যোগ দিচ্ছেন না। জোটে থাকার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামীকাল জানানো হবে।
এদিকে নির্বাচনী সমঝোতা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করতে আগামীকাল আলাদা সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার বিকেল ৩টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এদিকে রাত সাড়ে ৯টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এ বন্টনের তথ্য জানান জামায়াতের সহকারী সেক্রেটারি সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
তিনি জানান, সমঝোতায় জামায়াতে ইসলামী ১৭৯, এনসিপি ৩০, বাংলাদেশ খেলাফত মজলিস ২০, খেলাফতে মজলিস ১০, নেজামী ইসলামী ২, এলডিপি ৭, এবি পার্টি ৩, বিডিপি ২, নেজামে ইসলাম ২ আসনে প্রতিদদ্বন্দিাত করবেন।
‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’ নামে এ জোটে এখনো নিশ্চিত করা হয়নি ইসলামী আন্দোলনের প্রার্থীদের নাম।
What's Your Reaction?