জিয়াউলের বিচারপ্রক্রিয়া অস্বাভাবিক গতিতে এগিয়েছে, অভিযোগ আইনজীবীর

গুম ও খুনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিচারপ্রক্রিয়া অস্বাভাবিক গতিতে এগোনোর অভিযোগ তুলেছে আসামিপক্ষ। আসামিপক্ষের আইনজীবী ও জিয়াউল আহসানের বোন অ্যাডভোকেট নাজনীন নাহার বুধবার (১৪ জানুয়ারি) ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের এসব অভিযোগের কথা বলেন। তিনি বলেন, মামলায় বিভিন্ন পর্যায়ের শুনানির তারিখ খুব দ্রুতগতিতে এগিয়েছে। এতদিন বলিনি, এখন অভিযোগ গঠন করা হয়েছে, এখন তো বলতেই পারি। শতাধিক হত্যার ঘটনায় মামলায় তিনটি অভিযোগ গঠন করা হয়েছে। প্রসিকিউশন ৪ জানুয়ারি অভিযোগ গঠনের শুনানি করে। সেদিন বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অভিযোগসংক্রান্ত পেনড্রাইভের জন্য অপেক্ষা করেও তা পাননি বলে জানান নাজনীন নাহার। তিনি বলেন, পরদিন রেজিস্ট্রার অফিস থেকে পেয়েছি। এই আইনজীবীর ভাষ্য অনুযায়ী, আসামির সঙ্গে মামলাসংক্রান্ত সাক্ষাতের (প্রিভিলেইজ কমিউনিকেশন) ক্ষেত্রেও কম সময় দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে অন্য আসামিরা তিনদিন সময় পেলেও তাকে সময় দেওয়া হয়েছে মাত্র একদিন। অ্যাডভোকেট নাজনীন নাহার বলেন, আদালতের অনুমতিক্রমে ৬ জানুয়ারি সাক্ষাৎ অনুষ্ঠিত হয় এবং ৮ জানুয়ারি অব্যাহতির আবেদন দাখিল করা হয়। এর ছয় দিনের মাথায়, ১৪ জানুয়ার

জিয়াউলের বিচারপ্রক্রিয়া অস্বাভাবিক গতিতে এগিয়েছে, অভিযোগ আইনজীবীর

গুম ও খুনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিচারপ্রক্রিয়া অস্বাভাবিক গতিতে এগোনোর অভিযোগ তুলেছে আসামিপক্ষ। আসামিপক্ষের আইনজীবী ও জিয়াউল আহসানের বোন অ্যাডভোকেট নাজনীন নাহার বুধবার (১৪ জানুয়ারি) ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের এসব অভিযোগের কথা বলেন।

তিনি বলেন, মামলায় বিভিন্ন পর্যায়ের শুনানির তারিখ খুব দ্রুতগতিতে এগিয়েছে। এতদিন বলিনি, এখন অভিযোগ গঠন করা হয়েছে, এখন তো বলতেই পারি।

শতাধিক হত্যার ঘটনায় মামলায় তিনটি অভিযোগ গঠন করা হয়েছে। প্রসিকিউশন ৪ জানুয়ারি অভিযোগ গঠনের শুনানি করে। সেদিন বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অভিযোগসংক্রান্ত পেনড্রাইভের জন্য অপেক্ষা করেও তা পাননি বলে জানান নাজনীন নাহার। তিনি বলেন, পরদিন রেজিস্ট্রার অফিস থেকে পেয়েছি।

এই আইনজীবীর ভাষ্য অনুযায়ী, আসামির সঙ্গে মামলাসংক্রান্ত সাক্ষাতের (প্রিভিলেইজ কমিউনিকেশন) ক্ষেত্রেও কম সময় দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে অন্য আসামিরা তিনদিন সময় পেলেও তাকে সময় দেওয়া হয়েছে মাত্র একদিন।

অ্যাডভোকেট নাজনীন নাহার বলেন, আদালতের অনুমতিক্রমে ৬ জানুয়ারি সাক্ষাৎ অনুষ্ঠিত হয় এবং ৮ জানুয়ারি অব্যাহতির আবেদন দাখিল করা হয়। এর ছয় দিনের মাথায়, ১৪ জানুয়ারি অভিযোগ গঠন করা হয়।

নাজনীন নাহারের মন্তব্য, তার মানে দেখুন কত তাড়াতাড়ি ডেটগুলো পড়েছে! জাস্টিস হারিড জাস্টিস বারিড। ১৭ ডিসেম্বর প্রসিকিউশনের আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। ২১ ডিসেম্বর প্রোডাকশন ওয়ারেন্ট জারি এবং ২৩ ডিসেম্বর ‘শ্যোন অ্যারেস্ট’ দেখানো হয়।

প্রসিকিউশনের অভিযোগে বলা হয়েছে, জিয়াউল আহসান ২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত র‍্যাবের গোয়েন্দা শাখার পরিচালক এবং অতিরিক্ত মহাপরিদর্শক (অপারেশনস) হিসেবে দায়িত্ব পালন করেন। ওই সময় বলপূর্বক গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের একাধিক ঘটনায় তার প্রত্যক্ষ সম্পৃক্ততা ছিল বলে দাবি করা হয়। প্রসিকিউশনের মতে, এসব অপরাধ তার নির্দেশ, অনুমোদন ও জ্ঞাতসারে সংঘটিত হয় এবং তার অধীনস্থ সদস্যরা পরিকল্পিতভাবে এসব কর্মকাণ্ড বাস্তবায়ন করতেন।

এফএইচ/বিএ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow