জীবন নদী এবং অন্যান্য কবিতা

জীবন নদী বারবার পিছু টানে প্রিয় ভর স্মৃতি!ভাঙা স্বপ্ন দোলা দেয় ঘুমহীন রা‌তি।দু‌টি চোখ জে‌গে রয় ভুল আশা করে!প্রিয় ফুল বহু আগে পড়ে গেছে ঝরে। মনে রা‌খা প্রী‌তি তার মিছে যায় দিন!কতকাল চলে গেছে বহে সেই ঋণ।রাত আসে যায় দিন মায়াজালজুড়েআমি একা সেই পথে তার স্মৃতি পুড়ে। সত্য নদী ভ‌রা জলে ব্যথা আর ঢেউ!হৃদভরা কষ্ট যেন দিয়ে গেছে কেউ!প্রিয় পথে ভরে আছে ক‌ত শত বাধা!আমি তার কৃষ্ণ হয়ে খুঁজি শুধু রাধা। স্বপ্ন সব মৃত্যু হয়ে জ‌মা আত্মস্মৃ‌তি।ভুলো মনে পথ খুঁজে না‌হি হ‌য় গ‌তি। **** মোহ সৃ‌জিয়া উঠিল মোহ নিয়ে হৃদয়তা!নিঠুরতা কাড়ে মন ফুলমালা গাঁথা।উঁকি দেয় ভরা মো‌হ মনে বারবার!দূরতায় রূপে তার করেছে উজাড়। ভালোবেসে অচেনারে শত বাসনায়!অজানায় পুড়ে আসে হৃ‌দ মমতায়।ম‌নভরা সেই মোহে আশা ভালোবাসাপরম যত্নের দিন জমেছে তিয়াসা। কেটে যায় মোহ তার গত হয় দিনমনে জমে অবহেলা প্রিয়তীর ঋণ।শুকায়েছে ফুলমালা বৃথা কামনায়অনুরাগে কাঁদে হিয়া হয়ে নিরুপায়। গোপনে ভ‌রায় শোক ব্যথার অন্ত‌রমোহ ভরা মিছে মায়া হলো ক্ষণপর। **** অ‌ভিসার! ম‌ন করে আনচান অতীতের কথা!দূরে গেলে ভরে মন জাগ‌রিত ব্যথা।ছলছল চোখে জল বেদনার রী‌তিপোড়ামনে ভাবনায় বাসনার প্রী

জীবন নদী এবং অন্যান্য কবিতা

জীবন নদী

বারবার পিছু টানে প্রিয় ভর স্মৃতি!
ভাঙা স্বপ্ন দোলা দেয় ঘুমহীন রা‌তি।
দু‌টি চোখ জে‌গে রয় ভুল আশা করে!
প্রিয় ফুল বহু আগে পড়ে গেছে ঝরে।

মনে রা‌খা প্রী‌তি তার মিছে যায় দিন!
কতকাল চলে গেছে বহে সেই ঋণ।
রাত আসে যায় দিন মায়াজালজুড়ে
আমি একা সেই পথে তার স্মৃতি পুড়ে।

সত্য নদী ভ‌রা জলে ব্যথা আর ঢেউ!
হৃদভরা কষ্ট যেন দিয়ে গেছে কেউ!
প্রিয় পথে ভরে আছে ক‌ত শত বাধা!
আমি তার কৃষ্ণ হয়ে খুঁজি শুধু রাধা।

স্বপ্ন সব মৃত্যু হয়ে জ‌মা আত্মস্মৃ‌তি।
ভুলো মনে পথ খুঁজে না‌হি হ‌য় গ‌তি।

****

মোহ

সৃ‌জিয়া উঠিল মোহ নিয়ে হৃদয়তা!
নিঠুরতা কাড়ে মন ফুলমালা গাঁথা।
উঁকি দেয় ভরা মো‌হ মনে বারবার!
দূরতায় রূপে তার করেছে উজাড়।

ভালোবেসে অচেনারে শত বাসনায়!
অজানায় পুড়ে আসে হৃ‌দ মমতায়।
ম‌নভরা সেই মোহে আশা ভালোবাসা
পরম যত্নের দিন জমেছে তিয়াসা।

কেটে যায় মোহ তার গত হয় দিন
মনে জমে অবহেলা প্রিয়তীর ঋণ।
শুকায়েছে ফুলমালা বৃথা কামনায়
অনুরাগে কাঁদে হিয়া হয়ে নিরুপায়।

গোপনে ভ‌রায় শোক ব্যথার অন্ত‌র
মোহ ভরা মিছে মায়া হলো ক্ষণপর।

****

অ‌ভিসার!

ম‌ন করে আনচান অতীতের কথা!
দূরে গেলে ভরে মন জাগ‌রিত ব্যথা।
ছলছল চোখে জল বেদনার রী‌তি
পোড়ামনে ভাবনায় বাসনার প্রী‌তি।

ভুলে যায় একদায় রাখে নাই মনে
সেই প্রিয় দূরে থেকে নব স্বপ্ন বোনে।
নিঠুর স্মৃ‌তির কাছে ভরে ওঠে মন
অনুরা‌গ নব হ‌য়ে কাঁদায় নির্জন।

উদাস হৃদয়ে কভু প্রিয়তির খোঁজে
দিনরাত গত হয় আঁ‌খিদ্বয় ভিজে।
প্রিয়জন দূরে থাকে না‌হি ভু‌লিবার
‌তৃষ্ণাভরা প্রিয়তায় হয় অ‌ভিসার।

স্মরণের দিনগুলো হৃদয়তা নিয়ে!
মিলনের মোহ ভরে তব অ‌ভিসারে।

এসইউ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow