জুটি বাঁধলেন খাইরুল বাসার ও সাদনিমা

শেষ হলো নতুন নাটক ‘তোমাকে পাওয়ার জন্য’-এর শুটিং। দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও নির্মাতা মারুফ হোসেন সজীবের পরিচালনায় নির্মিত এই নাটকটির শুটিং সেটে শেষ দিনজুড়েই ছিল ব্যস্ততা, আবেগ আর গল্পের মোড় ঘুরে যাওয়ার মতো সব চমক। নাটকটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন দেশের জনপ্রিয় অভিনেতা খাইরুল বাসার ও নবাগত অভিনেত্রী সাদনিমা। পাশাপাশি আরও রয়েছেন পারভেজ সুমন, বিল্টু শামিম, তুতিয়া জাহান পাপিয়া, আনোয়ার সাই, নাহার নওরিনসহ অনেকে। পারিবারিক সিচুয়েশনাল কমেডি ঘরানার এই নাটকে দেখা যাবে একগুচ্ছ মজার টানাপোড়েন। পাত্রীর বাবার কাছে পরীক্ষা দিতে গিয়ে অদ্ভুত এক জটিলতায় পড়ে যায় পাত্র— এমন ব্যতিক্রমী কনসেপ্টকে কেন্দ্র করেই এগিয়েছে গল্পটি। আসন্ন এই নাটকটি নিয়ে অভিনেতা খাইরুল বাসার বলেন, ‘আমরা একটি মজার গল্পে কাজ করেছি। দর্শকরা যাতে কাজটি দেখে আনন্দ পায় এমন চেষ্টা থেকেই কাজটি করা। আশা করছি আমার অন্য সব কাজের মতো এই কাজটিও দর্শক পছন্দ করবে।’ অন্যদিকে গল্পের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করা সাদনিমা বলেন, ‘আমরা আমাদের মতো করে সবাই চেষ্টা করেছি কাজটাকে সুন্দরভাবে করার। আমার চরিত্রটি মজার— আশা করছি দর্শকদের খুব ভা

জুটি বাঁধলেন খাইরুল বাসার ও সাদনিমা

শেষ হলো নতুন নাটক ‘তোমাকে পাওয়ার জন্য’-এর শুটিং। দেশের জনপ্রিয় চিত্রনাট্যকার ও নির্মাতা মারুফ হোসেন সজীবের পরিচালনায় নির্মিত এই নাটকটির শুটিং সেটে শেষ দিনজুড়েই ছিল ব্যস্ততা, আবেগ আর গল্পের মোড় ঘুরে যাওয়ার মতো সব চমক।

নাটকটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন দেশের জনপ্রিয় অভিনেতা খাইরুল বাসার ও নবাগত অভিনেত্রী সাদনিমা। পাশাপাশি আরও রয়েছেন পারভেজ সুমন, বিল্টু শামিম, তুতিয়া জাহান পাপিয়া, আনোয়ার সাই, নাহার নওরিনসহ অনেকে।

পারিবারিক সিচুয়েশনাল কমেডি ঘরানার এই নাটকে দেখা যাবে একগুচ্ছ মজার টানাপোড়েন। পাত্রীর বাবার কাছে পরীক্ষা দিতে গিয়ে অদ্ভুত এক জটিলতায় পড়ে যায় পাত্র— এমন ব্যতিক্রমী কনসেপ্টকে কেন্দ্র করেই এগিয়েছে গল্পটি।

আসন্ন এই নাটকটি নিয়ে অভিনেতা খাইরুল বাসার বলেন, ‘আমরা একটি মজার গল্পে কাজ করেছি। দর্শকরা যাতে কাজটি দেখে আনন্দ পায় এমন চেষ্টা থেকেই কাজটি করা। আশা করছি আমার অন্য সব কাজের মতো এই কাজটিও দর্শক পছন্দ করবে।’

অন্যদিকে গল্পের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করা সাদনিমা বলেন, ‘আমরা আমাদের মতো করে সবাই চেষ্টা করেছি কাজটাকে সুন্দরভাবে করার। আমার চরিত্রটি মজার— আশা করছি দর্শকদের খুব ভালো লাগবে।‘

এদিকে নাটকটি নিয়ে নির্মাতা মারুফ হোসেন সজীব বলেন,দর্শকদের জন্য হালকা মেজাজের অথচ বুদ্ধিদীপ্ত একটি গল্প উপহার দিতেই টিম একসঙ্গে পরিশ্রম করেছে। তার আগের নির্মাণ “আমি এখানেই থাকবো” বাংলাভিশন ইউটিউব চ্যানেলে দারুণভাবে আলোচিত হয়েছিল। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবারও দর্শকদের জন্য তৈরি করেছেন একটি মন ছুঁয়ে যাওয়ার মতো গল্প। খুব শিগগিরই বাংলাভিশন ও ইউটিউব চ্যানেলে নাটকটি প্রচার করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow