জুড়ীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

মৌলভীবাজার জেলার জুড়ীতে ২০২৫-২০২৬ অর্থবছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহমুদুল আলম খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর। উপ-সহকারী কৃষি অফিসার রনি সিংহের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ মনিরুজ্জামান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এবিএম জহুরুল ইসলাম প্রমুখ। উপজেলা কৃষি অফিসার মোঃ মাহমুদুল আলম খান জানান, ২০২৫-২০২৬ অর্থবছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের (উফশি ও হাইব্রিড জাতের) এবং গম, সরিষা, সূর্যমুখী (উফশি), সূর্যমুখী (হাইব্রিড), চিনাবাদাম, অড়হড় ফসল আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জুড়ী উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের ১৯৯৫ কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হবে। প্রধান অতিথির বক্তব্যে জুড়ী উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর বলেন, কৃষকেরা হলো আমাদের দেশের প্রাণ। আ

জুড়ীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

মৌলভীবাজার জেলার জুড়ীতে ২০২৫-২০২৬ অর্থবছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহমুদুল আলম খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর।

উপ-সহকারী কৃষি অফিসার রনি সিংহের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ মনিরুজ্জামান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এবিএম জহুরুল ইসলাম প্রমুখ।

উপজেলা কৃষি অফিসার মোঃ মাহমুদুল আলম খান জানান, ২০২৫-২০২৬ অর্থবছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের (উফশি ও হাইব্রিড জাতের) এবং গম, সরিষা, সূর্যমুখী (উফশি), সূর্যমুখী (হাইব্রিড), চিনাবাদাম, অড়হড় ফসল আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জুড়ী উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের ১৯৯৫ কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হবে।

প্রধান অতিথির বক্তব্যে জুড়ী উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর বলেন, কৃষকেরা হলো আমাদের দেশের প্রাণ। আমাদের জুড়ী উপজেলার কৃষকরা খাদ্যশস্য উৎপাদনের মাধ্যমে নিজ উপজেলার চাহিদা মিটিয়ে দেশের খাদ্য ঘাটতি পূরণে অগ্রণী ভূমিকা পালন করবে। তাই দেশ সেবার ব্রত নিয়ে শস্য উৎপাদনে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow