জেনিফারের সঙ্গে বিয়ের গুঞ্জনে পানি ঢাললেন করণ

২০১২ সালে ভালোবেসে অভিনেতা করণ সিং গ্রোভারের সঙ্গে ঘর বেঁধেছিলেন জনপ্রিয় টেলি অভিনেত্রী জেনিফার উইঙ্গেট। মাত্র দুই বছরের মাথায় সেই সংসার ভেঙে যাওয়ার পর থেকে নিজেকে কাজ আর ব্যক্তিগত গণ্ডিতেই আটকে রেখেছিলেন তিনি। করণ সিং গ্রোভার পরে বিপাশা বসুকে বিয়ে করলেও, জেনিফার ছিলেন ‘সিঙ্গেল’। তবে সম্প্রতি মুম্বাইয়ের টেলিপাড়ায় জোর গুঞ্জন ওঠে, আবারও বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই অভিনেত্রী। পাত্র আর কেউ নন, জনপ্রিয় ধারাবাহিক ‘দিল মিল যায়ে’-তে তার সহ-অভিনেতা ও দীর্ঘদিনের বন্ধু করণ ওয়াহি। দীর্ঘদিনের বন্ধুত্ব ও রসায়নের সূত্র ধরে ভক্তরা যখন দুইয়ে দুইয়ে চার মেলাতে ব্যস্ত, ঠিক তখনই এই গুঞ্জনে মুখ খুললেন খোদ করণ ওয়াহি। ইনস্টাগ্রামে একটি ইঙ্গিতপূর্ণ পোস্টের মাধ্যমে বিয়ের জল্পনায় কার্যত জল ঢেলে দিয়েছেন তিনি। গুজব ছড়ানোর বিষয়টিকে কটাক্ষ করে অভিনেতা লেখেন, ‘সস্তা প্রচার করে আমাদের আরও জনপ্রিয় করার জন্য অনেক ধন্যবাদ।’ এখানেই থামেননি তিনি; জেনিফারের সঙ্গে একটি রিল শেয়ার করে ক্যাপশনে লিখেন, ‘কিছু সম্পর্ক, কিছু বন্ধন, প্রেমের থেকেও বেশি গভীর হয়।’ করণ ওয়াহির এই স্পষ্ট মন্তব্যের পর এটা পরিষ্কার যে, জেনিফারের সঙ্গে তা

জেনিফারের সঙ্গে বিয়ের গুঞ্জনে পানি ঢাললেন করণ

২০১২ সালে ভালোবেসে অভিনেতা করণ সিং গ্রোভারের সঙ্গে ঘর বেঁধেছিলেন জনপ্রিয় টেলি অভিনেত্রী জেনিফার উইঙ্গেট। মাত্র দুই বছরের মাথায় সেই সংসার ভেঙে যাওয়ার পর থেকে নিজেকে কাজ আর ব্যক্তিগত গণ্ডিতেই আটকে রেখেছিলেন তিনি। করণ সিং গ্রোভার পরে বিপাশা বসুকে বিয়ে করলেও, জেনিফার ছিলেন ‘সিঙ্গেল’। তবে সম্প্রতি মুম্বাইয়ের টেলিপাড়ায় জোর গুঞ্জন ওঠে, আবারও বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই অভিনেত্রী। পাত্র আর কেউ নন, জনপ্রিয় ধারাবাহিক ‘দিল মিল যায়ে’-তে তার সহ-অভিনেতা ও দীর্ঘদিনের বন্ধু করণ ওয়াহি।

দীর্ঘদিনের বন্ধুত্ব ও রসায়নের সূত্র ধরে ভক্তরা যখন দুইয়ে দুইয়ে চার মেলাতে ব্যস্ত, ঠিক তখনই এই গুঞ্জনে মুখ খুললেন খোদ করণ ওয়াহি। ইনস্টাগ্রামে একটি ইঙ্গিতপূর্ণ পোস্টের মাধ্যমে বিয়ের জল্পনায় কার্যত জল ঢেলে দিয়েছেন তিনি। গুজব ছড়ানোর বিষয়টিকে কটাক্ষ করে অভিনেতা লেখেন, ‘সস্তা প্রচার করে আমাদের আরও জনপ্রিয় করার জন্য অনেক ধন্যবাদ।’ এখানেই থামেননি তিনি; জেনিফারের সঙ্গে একটি রিল শেয়ার করে ক্যাপশনে লিখেন, ‘কিছু সম্পর্ক, কিছু বন্ধন, প্রেমের থেকেও বেশি গভীর হয়।’

করণ ওয়াহির এই স্পষ্ট মন্তব্যের পর এটা পরিষ্কার যে, জেনিফারের সঙ্গে তার সম্পর্কটি শুধুই গভীর বন্ধুত্বের, বিয়ের নয়। উল্লেখ্য, এর আগে ‘অ্যালোন’ সিনেমায় কাজ করার সময় বিপাশা বসুর সঙ্গে করণ সিং গ্রোভারের সম্পর্কের জেরেই জেনিফারের সংসার ভেঙেছিল বলে শোনা যায়। সেই তিক্ত অতীত ভুলে জেনিফার বর্তমানে নিজের ক্যারিয়ার ও জীবন নিয়েই ব্যস্ত, আর নতুন এই বিয়ের খবরটি যে নিছকই রটনা—তা করণ ওয়াহির পোস্টেই প্রমাণিত।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow