জেলা ও উপজেলা পর্যায়ে আইনশৃঙ্খলা কমিটিতে যারা নেতৃত্ব দেবেন
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণ নির্বিঘ্নে করতে জেলা ও উপজেলা পর্যায়ে আইনশৃঙ্খলা কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে জেলা পর্যায়ে জেলা প্রশাসক (জেলা ম্যাজিস্ট্রেট) সভাপতি ও উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। এ কমিটি জেলা-উপজেলা পর্যায়ে স্থায়ী আইনশৃঙ্খলা কমিটি। বুধবার (২১ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বিষয়টি জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বুধবার অনুষ্ঠতি উচ্চপর্যায়ের এক সভায় এ কমিটি গঠন করা হয়। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল গঠন এ কমিটিতে প্রিসাইডিং অফিসার সভাপতি ও সহকারী প্রিসাইডিং অফিসার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। জুডিশিয়ারি ইনকোয়ারি অ্যান্ড এডুকেশন কমিটি ৩০০টি নির্বাচনি এলাকায় ৩০০টি ইলেক্টরাল ইনকোয়ারি কমিটি গঠন করা হয়েছে। নির্বাচন উপলক্ষে সংঘটিত অপরাধ
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণ নির্বিঘ্নে করতে জেলা ও উপজেলা পর্যায়ে আইনশৃঙ্খলা কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে জেলা পর্যায়ে জেলা প্রশাসক (জেলা ম্যাজিস্ট্রেট) সভাপতি ও উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। এ কমিটি জেলা-উপজেলা পর্যায়ে স্থায়ী আইনশৃঙ্খলা কমিটি।
বুধবার (২১ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বিষয়টি জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বুধবার অনুষ্ঠতি উচ্চপর্যায়ের এক সভায় এ কমিটি গঠন করা হয়। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল গঠন
এ কমিটিতে প্রিসাইডিং অফিসার সভাপতি ও সহকারী প্রিসাইডিং অফিসার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
জুডিশিয়ারি ইনকোয়ারি অ্যান্ড এডুকেশন কমিটি
৩০০টি নির্বাচনি এলাকায় ৩০০টি ইলেক্টরাল ইনকোয়ারি কমিটি গঠন করা হয়েছে। নির্বাচন উপলক্ষে সংঘটিত অপরাধ আমলে নেওয়া ও সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার সম্পন্নের জন্য ভোট গ্রহণের পূর্বে চার দিন, ভোট গ্রহণের দিন ও পরের দুই দিন অর্থাৎ ৮ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সর্বমোট সাত দিনের জন্য ৩০০টি আসনে ৬৫৭ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগের প্রস্তাব করা হয়েছে।
এছাড়া ১ হাজার ৪৭ জনকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এমইউ/এমএমকে
What's Your Reaction?