জোটে গেলেও নিজ দলের প্রতীকে ভোটের বিধান চ্যালেঞ্জের রিট শুনানি আজ

নির্বাচনে নিবন্ধিত একাধিক দল জোটভুক্ত হলেও ভোট করতে হবে নিজ নিজ দলের প্রতীকে- গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সংশোধিত এমন বিধানের বৈধতা নিয়ে করা রিটের শুনানি হতে পারে আজ (সোমবার)। এ সংক্রান্ত বিষয় সোমবার (১ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানির জন্য কার্যতালিকায় রয়েছে। এর আগে, রোববার (৩০ নভেম্বর) রিটটি শুনানির জন্য আজকের দিন ধার্য করেন হাইকোর্ট। রিটের বিষয়টি রোববার উত্থাপন করা হলে হাইকোর্ট বেঞ্চ শুনানির এ দিন রাখেন। এর আগে, নতুন ওই বিধান যুক্ত করে আরপিও সংশোধন অধ্যাদেশ গত ৩ নভেম্বর জারি করেছিল সরকার। আগে কোনো রাজনৈতিক দল জোটভুক্ত হয়ে নির্বাচনে অংশ নিলে জোটের শরিক যে কোনো দলের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেতো। ওই বিধান সংবলিত অধ্যাদেশের ৯ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) মহাসচিব মোমিনুল আমিন গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট করেন। রিটটি আদালতে আজকের কার্যতালিকায় শুনানির জন্যে ওঠে। আদালতের কার্যক্রম শুরু হলে রিটের বিষয়টি উত্থাপন করেন আবেদনকারীর জ্যেষ্ঠ আইন

জোটে গেলেও নিজ দলের প্রতীকে ভোটের বিধান চ্যালেঞ্জের রিট শুনানি আজ

নির্বাচনে নিবন্ধিত একাধিক দল জোটভুক্ত হলেও ভোট করতে হবে নিজ নিজ দলের প্রতীকে- গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সংশোধিত এমন বিধানের বৈধতা নিয়ে করা রিটের শুনানি হতে পারে আজ (সোমবার)।

এ সংক্রান্ত বিষয় সোমবার (১ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানির জন্য কার্যতালিকায় রয়েছে। এর আগে, রোববার (৩০ নভেম্বর) রিটটি শুনানির জন্য আজকের দিন ধার্য করেন হাইকোর্ট। রিটের বিষয়টি রোববার উত্থাপন করা হলে হাইকোর্ট বেঞ্চ শুনানির এ দিন রাখেন।

এর আগে, নতুন ওই বিধান যুক্ত করে আরপিও সংশোধন অধ্যাদেশ গত ৩ নভেম্বর জারি করেছিল সরকার। আগে কোনো রাজনৈতিক দল জোটভুক্ত হয়ে নির্বাচনে অংশ নিলে জোটের শরিক যে কোনো দলের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেতো।

ওই বিধান সংবলিত অধ্যাদেশের ৯ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) মহাসচিব মোমিনুল আমিন গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট করেন। রিটটি আদালতে আজকের কার্যতালিকায় শুনানির জন্যে ওঠে।

আদালতের কার্যক্রম শুরু হলে রিটের বিষয়টি উত্থাপন করেন আবেদনকারীর জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম। সঙ্গে ছিলেন আইনজীবী সাহেদুল আজম।

এ বিষয়ে আইনজীবী সাহেদুল আজম জানান, রিটের বিষয়টি উত্থাপন করা হলে আদালত আজ সোমবার শুনানির জন্য সময় নির্ধারণ করেন।

রিটের আর্জিতে, গণপ্রতিনিধিত্ব (সংশোধন) অধ্যাদেশের ৯ অনুচ্ছেদ সংবিধানের কয়েকটি অনুচ্ছেদের (২৮, ৩৮ ও ৩৯ অনুচ্ছেদ) সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না- এ বিষয়ে রুল চাওয়া হয়েছে।

রুল হলে তা বিচারাধীন অবস্থায় অধ্যাদেশের ৯ অনুচ্ছেদের কার্যক্রম স্থগিত চাওয়া হয়েছে।

একই সঙ্গে নিবন্ধিত রাজনৈতিক দল জোটভুক্ত হয়ে নির্বাচনে অংশ নিলে জোটের শরিককে যে কোনো দলের প্রতীক ব্যবহারের অনুমতি দিতে নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।

আইনসচিব, নির্বাচন কমিশন (ইসি) ও প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) রিটে বিবাদী করা হয়েছে।

এফএইচ/এএমএ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow